বিক্রম ব্যানার্জী, কলকাতা: নভেম্বরের শুরুর দিকেই দেশের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন আইডিয়াকে বড় স্বস্তি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। স্পেকট্রাম ব্যবহারের বকেয়া ও অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা AGR সংক্রান্ত মামলায় (Vodafone Idea AGR Case) কেন্দ্রকে ভোডাফোন আইডিয়ার আবেদনটি পুনরায় বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই মতোই, Vi কে বাঁচাতে বড় পদক্ষেপের পথে সরকার।
Vi কে স্বস্তি দিতে সংস্থার আবেদন পুনর্বিবেচনা করছে কেন্দ্র
TV 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবার ভোডাফোন আইডিয়ার আবেদন খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে টেলি যোগাযোগ বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা আইনি পরামর্শ নেওয়া শুরু করেছি, যাতে AGR বকেয়া গণনার ক্ষেত্রে কোনও রকম ভুল না হয়। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের তত্ত্বাবধানে খুব শীঘ্রই দেশের টেলিকম বিভাগ পুরনো বিলটি পুনরায় তদন্তের পাশাপাশি একটি নোটিশ জারি করবে। এর মধ্যে দিয়ে ভোডাফোনের বকেয়ার পরিমাণ কিছুটা কমানো যায় কিনা সে দিকেও বিবেচনা করা হচ্ছে।
বলাই বাহুল্য, সরকারের কাছে ভোডাফোন আইডিয়া যে আবেদন রেখেছে সেই তথ্য অনুযায়ী, 2016-17 আর্থিক বছর পর্যন্ত AGR হিসাবের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি রয়েছে। ওই সংস্থার দাবি, স্পেকট্রাম ব্যবহারের বকেয়া বাবদ যে 9,450 কোটি টাকার হিসেব দেখানো হয়েছে, তা একেবারেই সঠিক নয়। AGR শুধুমাত্র টেলিকম পরিষেবা থেকে আয় বিবেচনা করে তারপরই নির্ধারণ করা উচিত। তবে কেন্দ্রীয় সরকার সেই হিসেবের মধ্যে নন টেলিকম সংক্রান্ত আয়ও জুড়ে দিয়েছে। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে প্রথমে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, দেশের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন আইডিয়া যে উদ্বেগের কথা জানিয়েছে সেটা খতিয়ে দেখতে ইচ্ছুক তারা। এ প্রসঙ্গে আদালত জানিয়েছে সংস্থাটির পরিষেবা প্রায় 20 কোটি গ্রাহক ব্যবহার করেন। কাজেই আমরা গোটা বিষয়টি পুনরায় বিবেচনা করতে চাই। বর্তমানে সেই প্রক্রিয়ায় চলছে জোর কদমে।
সুদ এবং জরিমানার হাত থেকে মুক্তি পেতে পারে Vi
DOT এর তরফে প্রস্তুত করা একটি প্রস্তাবে জানানো হয়েছে, AGR বকেয়া কাণ্ডে ভোডাফোন আইডিয়ার আবেদন খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি পুনরায় বিবেচনা করার পর সংস্থাটি সুদ এবং জরিমানার দিক থেকে স্বস্তি পেতে পারে। বিশেষজ্ঞ মহলের দাবি, ডটের প্রস্তাব যদি কার্যকর হয়ে যায় সে ক্ষেত্রে কোম্পানির উপর চাপানো মোটা বকেয়ার একটি বড় অংশ কমিয়ে দেওয়া হতে পারে।
না বললেই নয়, শেষবারের মতো সুপ্রিম কোর্টের শুনানির সময়ও সংস্থাটির বকেয়া কিছুটা কমানোর বিষয়ে আলোচনা হয়েছিল বলেই খবর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগামী কয়েক মাসের মধ্যেই ভোডাফোন আইডিয়ার আবেদন পুনরায় বিবেচনা করার তাদের বকেয়া কিছুটা কমানোর পাশাপাশি সংস্থাটিকে সুদ এবং জরিমানা থেকে রেহাই দিতে গোটা প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করার পরিকল্পনা চলছে। মনে করা সংস্থাটি যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কার্যত সার্বিকভাবে সহায়তা করবে কেন্দ্র।
অবশ্যই পড়ুন: মেসির সামনে হচ্ছে না ডার্বি, ইস্টবেঙ্গলের বদলে মোহনবাগানের সাথে খেলবে ডায়মন্ড হারবার
উল্লেখ্য, শেষবারের মতো গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ AGR মামলার শুনানি চলাকালীন নির্দেশ দেয়, “ভোডাফোন আইডিয়ার বকেয়া সংক্রান্ত গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণের পরিধির মধ্যে পড়ে। তাই যত দ্রুত সম্ভব সংস্থাটির দাবি এবং যুক্তিগুলি পুনরায় পর্যালোচনা করা উচিত।”