‘KKR ছাড়া সবাই …’ ভারত-সাউথ আফ্রিকা ম্যাচের আগে এ কী বললেন ইডেনের কিউরেটর!

Eden Gardens Curator On KKR statement goes viral before Ind Vs SA test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। সেই আসনের প্রথমটি গড়াবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। ক্রিকেট মহলে আলোচনা চলছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনের পিচে ঘূর্ণি চাইছে টিম ইন্ডিয়া। আর সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, “পিচে ভাল গতি রয়েছে। তবে সাহায্য পান স্পিনাররাই।” এদিন পিচ প্রসঙ্গে কথা বলতে বলতেই কলকাতা নাইট রাইডার্সকে ঠুকতে ছাড়লেন না সুজন (Eden Gardens Curator On KKR)। বললেন, ” আমার পিচ নিয়ে কোনও অভিযোগ থাকার কথাই নয়, KKR ছাড়া সব দলই এখানে টার্ন পায়।”

ঠিক কী বলেছিলেন ইডেনের কিউরেটর?

এক সাক্ষাৎকারে ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সেগুলির মধ্যে কয়েকটি প্রশ্নকে একেবারে ঝাঁঝালো উত্তরে সাজিয়ে দিলেন তিনি। সুজন বললেন, “আমার পিচ নিয়ে কারও কোনও অভিযোগ নেই, সব সময় ভাল রেটিং পেয়েছি সকলের কাছে। আমি মনে করি এই পিচ সত্যিই ভাল পিচ, সব দলই এখানে কিছু না কিছু সাহায্য পায়। যা দেখে সত্যিই খুব ভাল লাগে।”

অবশ্যই পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, VI-র জন্য আসতে চলেছে বড়সড় স্বস্তির খবর

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সুজনকে বলতে শোনা গিয়েছিল, “ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলেরই শক্তিশালী বোলার রয়েছে। ব্যাটসম্যানও আছে ভাল। তবে এই পিচে উইকেট পেতে হলে উভয় দলের বোলারদের চেষ্টা করতে হবে। গা হেলিয়ে খেললে চলবে না!” শোনা যাচ্ছে, আগামী শুক্রবার থেকেই ইডেনের পিচে ঘূর্ণি থাকবে। সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে ইডেনের কিউরেটর সুজন খোঁচা দিলেন KKR কে! বললেন, “পিচে গতি থাকলেও প্রথম দিন থেকেই তা একটু একটু করে টার্ন করবে। এই পিচেই তো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হয়েছিল, সেবার পিচে ঘূর্ণি ছিল। এবারেও থাকবে। শুধুমাত্র কলকাতা (KKR) এই পিচে টার্ন করাতে পারে না।”

এদিন সুজন এও বলেন, “পিচ যে আকস্মিকভাবেই টার্ন করবে এমনটা ভাবার কোনও কারণ নেই! এমনকি প্রধান কোচ গৌতম গম্ভীরও সেটা চান না। ভারতীয় ক্রিকেট দল যেটা চায়, ধীরে ধীরে বল টার্ন করুক। সেটাই হবে প্রথম দিন থেকে।” বলাই বাহুল্য, এদিন ইডেনে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের সম্ভাব্য অবস্থা নিয়েও ইঙ্গিত দিয়েছেন সুজন। তিনি বলেন, “ঘরের মাঠ মানে যে শুধুমাত্র বোলারদেরই সুবিধা দেওয়া হবে এমনটা নয়, ব্যাটসম্যানদের কথাও ভাবতে হবে। পিচে বল যদি বেশি টার্ন করে সেক্ষেত্রে ব্যাটারদের যথেষ্ট বিপদে পড়তে হয়।” এক কথায়, ভারতীয় দলের উভয় বিভাগের কথা মাথায় রেখেই কার্যত তৈরি ইডেনের পিচ।

Leave a Comment