সিনেমা হলেই নাবালিকাকে ধর্ষণ, প্রাণনাশের হুমকি! চাঞ্চল্য হাবড়ায়

Habra

সৌভিক মুখার্জী, হাবড়া: সিনেমা হলের মধ্যেই জোরপূর্বক নাবালিকাকে ধর্ষণ। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাবড়াতে (Habra)। সূত্রের খবর, ইতিমধ্যেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহরুখ মন্ডল। বয়স ২৭। তিনি অশোকনগরের নুরপুরের বাসিন্দা। সোমবার দুপুরবেলা এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সিনেমা হলেই ধর্ষণ নাবালিকাকে

স্থানীয় সূত্র মারফৎ খবর, সোমবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে নাবালিকা শাহরুখ মন্ডলের সাথে বেরিয়েছিল। ওই যুবক তার আগে থেকেই পরিচিত। এমনকি তার সঙ্গে হাবড়া রেলগেট সংলগ্ন এলাকার রুপকথা সিনেমা হলে সিনেমা দেখতে যায়। তবে নাবালিকা বাড়ি যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এমনকি তার পরিবার তার কাছে জিজ্ঞাসাবাদ করলে গোটা বিষয় খুলে বলে।

নাবালিকা স্পষ্ট বলে যে, অভিযুক্ত শাহরুখ মন্ডল তাকে যৌন নির্যাতন করেছে। এমনকি তার আপত্তি সত্ত্বেও ধর্ষণ করেছে। সবথেকে বড় ব্যাপার, তাকে মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকিও দিয়েছে অভিযুক্ত। তবে এই খবর সামনে আসতেই পরিবারের তরফ থেকে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার রাতেই লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

আরও পড়ুনঃ SIR বিতর্কের ঝড় উঠল নবদ্বীপে! অন্তত ৬০ ভোটারের বাবা এক, কী বলছে কমিশন?

পুলিশ সমস্ত ঘটনা শুনে ঘন্টা খানেকের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। আজ সোমবার অভিযুক্ত শাহরুখ মন্ডলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। এমনকি আজ তাকে বারাসাত আদালতে পাঠানো হবে হাবড়া থানার পক্ষ থেকে। ভরদুপুরে রুপকথা সিনেমা হলে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নাবালিকার পরিবারসহ স্থানীয় বাসিন্দারা ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।

Leave a Comment