বিক্রম ব্যানার্জী, কলকাতা: শোনা গিয়েছিল, দুই স্তরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে সেই জল্পনায় আপাতত জল গড়াল! হচ্ছে না কোনও দুই বিভাগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বরং 2027-29 টেস্ট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে পারে 12টি পূর্ণ সদস্যের দল নিয়ে। তবে দুই ধাপের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ না গড়ালেও ফিরছে পুরনো ওয়ানডে সুপার লিগ (ODI Super League)। হ্যাঁ, 2023 বিশ্বকাপের পর বন্ধ হয়ে যাওয়া একদিনের সুপার লিগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ICC।
কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই ডিভিশনে আয়োজন করা যাবে না?
ক্রিকেট কান্ট্রির এক রিপোর্ট অনুযায়ী, টেস্ট ক্রিকেটের মান বজায় রাখতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে দুই ডিভিশনে ভাগ করতে চায় না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। মূলত সে কারণেই, লাল বলের ক্রিকেটের উন্নতির জন্যই দুই স্তরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাব খারিজ করে দিল ICC। বলা বাহুল্য, সম্প্রতি দুবাইয়ে হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রজার টুসের নেতৃত্বাধীন ওয়ার্কিং গ্রুপ দুই বিভাগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব খারিজ করে দেয়।
12টি দলই অংশ নেবে WTC তে
দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুই বিভাগে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাবকে এড়িয়ে টেস্ট ক্রিকেটের মান বজায় রাখতে স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে WTC। তবে আগামী দিনে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশের পাশাপাশি আরও তিনটি দল অর্থাৎ আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবোইয়েকে নিয়েই গড়াবে 12 দলে প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মনে করে, প্রতিটি পূর্ণ সদস্য দেশের সমান সুযোগ পাওয়া উচিত।
অবশ্যই পড়ুন: বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে এই শক্তিশালী একাদশ নিয়ে নামতে পারে ভারত
ফিরছে ওয়ানডে সুপার লিগ
প্রথমবারের মতো 2018 সালে ক্রিকেটে একদিনের সুপার লিগ চালু করা নিয়ে বহু দড়ি টানাটানির পর অবশেষে 2020 সালের জুলাইয়ে গিয়ে চালু হয়েছিল 50 ওভারের ক্রিকেটের সুপার লিগ। তবে দুঃখের বিষয় 2023 বিশ্বকাপের পরই বন্ধ হয়ে যায় লিগটি। সে বছর পুনরায় এই লিগ চালু করার প্রস্তাব হলে ও তা বাতিল হয়েছিল বারবার। তবে একদিনের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতেই এবার নতুন করে সেই ওয়ানডে সুপার লিগ চালু করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আপাতত যা খবর, আগামী 2028 সালে শুরু হবে এই পুরনো প্রতিযোগিতা। তবে একদিনের সেই বিশেষ প্রতিযোগিতায় ঠিক কোন কোন দল অংশগ্রহণ করবে, কাদের বাদ রাখা হবে সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্তই এখনও পর্যন্ত জানায়নি ICC। মনে করা হচ্ছে, 2027 সালের একদিনের বিশ্বকাপ শেষ হলেই ওয়ানডে সুপার লিগ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। না বললেই নয়, এই 50 ওভারের লিগে শেষবারের মতো অংশগ্রহণ করেছিল 13টি দেশ।