রাসেল এবং আইয়ারকে ছেড়ে দেওয়া উচিত KKR-র, শেষ মুহূর্তে জানিয়ে দিলেন তিনি!

KKR Retention former Australian cricketer statement on 3 KKR players

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া উচিত তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারের! এমনটাই দাবি করলেন বিশ্বকাপজয়ী এক কিংবদন্তি ক্রিকেটার (KKR Retention)। তাঁর মতে, রাসেল এবং ভেঙ্কটেশকে ছেড়ে দিয়ে নতুন যোগ্য ক্রিকেটারদের সেই পদ দেওয়া উচিত। যদিও সবশেষে, কার্যত দুঃখ প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওই তারকা জানিয়েছেন, “আমি বললেও KKR হয়তো ওই দুই তারকাকে ছাড়বেনা!”

KKR এর দুই তারকাকে নিয়ে মুখ খুললেন তিনি!

সম্প্রতি স্টার স্পোর্টসের তরফে এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের তৎকালীন অধিনায়ক অ্যারন ফিঞ্চকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ওই ভিডিওটিতে অস্ট্রেলিয়ান তারকা জানিয়েছেন, কলকাতা দল থেকে এখনই কুইন্টন ডি কক সহ অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া উচিত।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কথায়, “23 কোটি 75 লাখ কোটি টাকা দিয়ে ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশকে কেনা হলেও তিনি ব্যাট হাতে সেভাবে কিছুই করে দেখাতে পারেননি। প্রথমে তাঁকে ওপেনিং ব্যাটার হিসেবে কেনা হলেও পরে মিডিল অর্ডারে নামিয়ে আনা হয়। তাঁকে দিয়ে খুব একটা বোলিংও করানোও যায়নি। আপনাকে মনে রাখতে হবে, যখন এত টাকা দিয়ে একজন প্লেয়ারকে কিনছেন, সে ক্ষেত্রে তাঁকে যাতে সবদিকে ব্যবহার করা যায় সেটা আগে দেখা উচিত।”

এদিন আইয়ার প্রসঙ্গে ফ্রিঞ্চ আরও বলেন, “আমি হলে তাঁকে দল থেকে ছেড়ে দিতাম! আমি মনে করি ওই দামে অনেক ভাল ক্রিকেটার পেয়ে যাবে তারা!” এদিন রাসেল প্রসঙ্গেও একই কথা বলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে তিনি যোগ করেন, “আমি এটাও জানি হয়তো তাঁরা সেটা করবেন না। তাঁকে দলেই রেখা দেওয়া হবে।” প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বক্তব্য, “এই মুহূর্তে ছন্দে ফিরতে চাইলে এদের কয়েকজনকে ছেড়ে দেওয়াটাই কলকাতার জন্য ভাল হবে!”

অবশ্যই পড়ুন: ২০২৩ বিশ্বকাপের পরই শেষ হয়েছিল যাত্রা! ক্রিকেটে ফিরছে ওয়ানডে সুপার লিগ, কবে থেকে?

 

 

View this post on Instagram

 

উল্লেখ্য, শেষবারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে যাত্রা শেষ করেছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। যার কারণে বহু সমর্থকের কাঠগড়ায় উঠেছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রশ্ন উঠেছিল এই নাইট তারকার ভূমিকা নিয়েও! তাছাড়াও অধিনায়ক হিসেবে রাহানের পারফরমেন্সে খুব একটা খুশি নয় শাহরুখের ম্যানেজমেন্ট। কাজেই 15 নভেম্বর যদি KKR এর রিটেনশন তালিকায় রাহানের নাম দেখতে পাওয়া না যায়, তবে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Comment