প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতীক্ষার যেন অবসান ঘটতে চলেছে। নভেম্বরের মাঝামাঝি সময়েই তাই শীতের (Weather Update) আমেজ ধরা পড়েছে শহর থেকে জেলা সর্বত্র। আবহাওয়াবিদদের মতে, এ বছরের শীত আগের বছরের তুলনায় কিছুটা আগে এসেছে। তাই সেক্ষেত্রে বলা যায় ডিসেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে কাঁপুনি ধরা শীত নামতে চলেছে। দক্ষিণবঙ্গের আকাশে এখন সকাল-সন্ধ্যার ঠান্ডা হাওয়া বইছে। জানা গিয়েছে আগামী কয়েকদিন শীতের কাঁপুনি আরও বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আবহাওয়াবিদের মতে, পাকাপাকি শীত পড়তে এখনও বাকি কয়েকটা দিন। এইমুহুর্তে দক্ষিণবঙ্গে মূলত উত্তর-পশ্চিম দিক থেকে আসছে ঠান্ডা হাওয়া। যার প্রভাবেই শীতের দাপট বেশ বোঝা যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে, হালকা ঠান্ডার এই পরিবেশই বজায় থাকবে। নতুন করে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গে আবহাওয়ার ধরণ একেবারেই আলাদা। তাই সেখানে পাকাপাকিভাবে শীত পড়তে শুরু করে দিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, আজকের মতই ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা, সকালে ঠান্ডা হাওয়া আর বিকেলে রোদে গরম- এই তিন মেজাজই বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামের মতো জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও বেড়ে চলেছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনে পারদ আরও নামতে পারে।
আরও পড়ুন: রান্না করতে গিয়েই বিপত্তি! হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুর্শিদাবাদে, মৃত ১
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই শীতের মেজাজে মশগুল উত্তরবঙ্গবাসী। দিনের পর দিন উত্তরবঙ্গেও হিমেল হাওয়ার দাপট বাড়ছে। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। এইমুহুর্তে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের প্রকোপ ক্রমশ বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।