বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে হাওয়া গরম ভারতীয় ক্রিকেট মহলে। অফিসিয়াল সম্প্রচারক JioHotstar এর বেঁধে যাওয়ার সময় মেনেই আগামী 15 নভেম্বর ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে IPL এর 10 দল। সেই তালিকা গুলিতে কারা জায়গা পাবেন তা নিয়েই কার্যত তোলপাড় নেট দুনিয়া। প্রতিদিন উঠে আসছে নতুন নতুন তথ্য। আর এসবের মাঝেই IPL কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কায় ভুগছেন বেশ কয়েকজন ক্রিকেটার। IPL 2026 এ দলের রিটেনশন (IPL 2026 Retention) তালিকা থেকে বাদ পড়লে চিরকালের মতো IPL কেরিয়ার শেষ হয়ে যেতে পারে 5 ক্রিকেটারের। সবচেয়ে অবাক করা বিষয়, তালিকায় 4 জনই ভারতীয়।
এবারেও IPL নিলাম গড়াবে বিদেশে
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এ বছরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন সংস্করণের নিলাম গড়াবে না ভারতের মাটিতে। মাঝে শোনা গিয়েছিল, IPL 2026 এর নিলাম হতে পারে দেশেরই কোনও এক বড় শহরে। তবে সম্প্রতি সেই সম্ভাবনায় জল ঢেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র। তাতে দাবি করা হয়েছে, আসন্ন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 থেকে 16 তারিখের মধ্যে UAE র রাজধানীর আবুধাবিতে অনুষ্ঠিত হবে IPL 2026 এর নিলাম পর্ব।
দল থেকে বাদ পড়লে IPL কেরিয়ার শেষ হতে পারে এই 5 প্লেয়ারের
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে আগামী 15 নভেম্বর অর্থাৎ শনিবার
IPL দলগুলির রিটেনশন তালিকা থেকে বাদ পড়লে পুরোপুরি ক্রিকেট কেরিয়ার শেষ হবে 5 প্লেয়ারের। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে, অস্ট্রেলিয়ার দাপুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। শেষবারের মতো, IPL 2025 এ পাঞ্জাব কিংসের হয়ে 7 ম্যাচ খেলে মাত্র 48 রান করেছিলেন এই অজি তারকা। মনে করা হচ্ছে, পাঞ্জাব যদি এবার তাকে ছেড়ে দেয় সে ক্ষেত্রে নিলাম পর্বে ম্যাক্সির জন্য বিড করবে না কোনও দল। সেক্ষেত্রে IPL এর পাশাপাশি আন্তর্জাতিক কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে এই অস্ট্রেলিয়ান তারকার।
কেরিয়ার শেষ হতে পারে এই 4 ভারতীয়রও
IPL কেরিয়ার শেষ হওয়া নিয়ে আশঙ্কার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ইশান্ত শর্মা। একটা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপিয়ে খেললেও সাম্প্রতিক বছরগুলিতে খুব একটা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। গত সিজনে গুরজাত টাইটান্সের হয়ে 7 ম্যাচে অংশ নিয়ে তুলেছিলেন মাত্র 4 উইকেট। কাজেই এই ভারতীয়কে যদি এবার গুজরাত ছেড়ে দেয় সেক্ষেত্রে তাঁর কেরিয়ার শেষ হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ইশান্তের পরই তালিকার তৃতীয় স্থানে নাম রয়েছে ভারতীয় তারকা দীপক হুডার। 2015 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রাখার পর থেকে একেবারে জ্বলে উঠেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে একেবারেই ফর্মে নেই এই তারকা। শেষবারের মতো গত সিজনে চেন্নাইয়ের হয়ে 7 ম্যাচে অংশ নিয়ে করেছেন মাত্র 31। শোনা যাচ্ছে, এবার তাকে ছেড়ে দিতে পারে চেন্নাই। আর সেটা হলে IPL কেরিয়ার শেষ হয়ে যাবে এই খেলোয়াড়ের!
অবশ্যই পড়ুন: ‘চাকরির বদলে কার কাছ থেকে টাকা নিয়েছি?’ খোলা চিঠির মাধ্যমে বেহালাবাসীকে প্রশ্ন পার্থর
দীপকের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ার কার্যত শেষের পথে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি সহ একাধিক দলের হয়ে খেলা ভারতীয় তারকা মোহিত শর্মার। একটা সময় এই খেলোয়াড়ের উপর দলের বাঁচা মরা নির্ভর করে থাকলেও আজ ফর্ম হারিয়েছেন তিনি। না বললেই নয়, বহুদিন গুজরাতের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি। তবে গত মরসুমে দিল্লির হয়ে 8 ম্যাচ খেলে দুটোর বেশি উইকেট তুলতে পারেননি মোহিত। কাজেই এ বছর যদি দিল্লি তাঁকে ধরে না রাখে সে ক্ষেত্রে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির কাছে নিলামে উপেক্ষিত হলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে তাঁর। একই সাথে এই তালিকার একেবারে শেষে নাম থাকছে রাহুল ত্রিপাঠির। শোনা যাচ্ছে, 3 কোটি 40 লাখের এই প্লেয়ারকে এ বছরই ছেড়ে দিতে পারে চেন্নাই। গত সিজনে তাঁর খারাপ পারফরমেন্সকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে ধোনিদের ম্যানেজমেন্ট। আর সেটা হলে IPL কেরিয়ারে দাড়ি যোগ হতে পারে এই খেলোয়াড়ের।