শিশু দিবসে এভাবে জানান শুভেচ্ছা, খুশিতে আত্মহারা হবে খুদেরা! রইল ৫০টি বার্তা

Happy Children’s Day Wishes 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি বছর ১৪ নভেম্বরের শিশু দিবসের (Happy Children’s Day Wishes 2025) গুরুত্ব আলাদাই থাকে। কারণ, এদিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় শিশু দিবস। শিশুদের প্রতি ভালোবাসা থেকেই নেহেরু বিশ্বাস করতেন যে, এই দিন তাদের লালন পালন করা উচিত এবং মূল্য দেওয়া উচিত। তবে ২০২৫ সালের এই বিশেষ দিনটিতে শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য পাঠান কিছু শুভেচ্ছা বার্তা। আজকের প্রতিবেদনে এমনই ৫০টি হৃদয় ছোঁয়া উইশ তুলে ধরলাম।

শিশু দিবসে এভাবে জানান শুভেচ্ছা

১) হাসি, মজা আর অফুরন্ত ভালোবাসায় ভরা আজকের দিনটি। শুভ শিশু দিবস।

২) তোমাদের নিষ্পাপতা পৃথিবীকে আলোকিত এবং মঙ্গলময় করে তুলুক। চারপাশ আনন্দে ভরে উঠুক। শুভ শিশু দিবস।

৩) আজকের এই বিশেষ দিনটিতে প্রতিটি ছোট ছোট জিনিসেই সুখ শান্তি লাভ করো। জীবনটা যেন আলোকিত হয়ে যায়।

৪) তোমার স্বপ্নগুলো যেন অনেক উঁচুতে উড়ে যায়। শুভ শিশু দিবসের শুভেচ্ছা রইল

৫) তোমার সুখ, বিস্ময় আর কৌতুহলী এই জীবনের জন্য মঙ্গল কামনা করি। শুভ শিশু দিবস।

৬) তোমার কল্পনা সবসময় দীর্ঘ আর সীমাহীন হোক। শুভ শিশু দিবস।

৭) ভবিষ্যতে শক্তিশালী, দয়ালু আর করুণাময় হয়ে ওঠো। শুভ শিশু দিবস।

৮) আজকের এই বিশেষ দিনটিতে শিশুরা যেন সমস্ত সুখ এটি নির্দোষতা নিয়ে আসে। শুভ শিশু দিবস।

৯) তোমার স্বপ্নের পিছনে ছুটতে সাহস এবং প্রতিটি মুহূর্তকে লালন পালন করার প্রজ্ঞা বজায় থাকুক। শুভ শিক্ষক দিবস।

১০) তোমার হৃদয় আজকের মতোই পবিত্র এবং আনন্দময় থাকুক। শুভ শিশু দিবস।

১১) প্রতিটি দিনই আনন্দে ভরে উঠুক এবং ভালোবাসা ও হাসিতে মুরে থাকো। শুভ শিশু দিবস।

১২) আগামী প্রজন্মের তারাদের শুভ শিশু দিবসের শুভেচ্ছা রইল। উজ্জ্বল হয়ে উঠুক এই দিনটি।

১৩) তুমি আমার গর্ব আর আনন্দ এবং তোমার হৃদয়ের কথা শুনলেই আমি সবসময় তোমাকে সমর্থন করি। শুভ শিশু দিবস।

১৪) শুভ শিশু দিবসের শুভেচ্ছা রইল। তোমার সব প্রিয় জিনিস দিয়ে দিনটি আরও আনন্দ আর খুশিতে ভরিয়ে তোলো।

১৫) আমার প্রিয় সন্তান, তোমার প্রতিটি দিনই যেন হয় শিশু দিবস।

১৬) তোমার হাসি, কৌতূহল আর দয়া প্রতিদিন যেন আরও শক্তিশালী হয়। শুভ শিশু দিবস।

১৭) সকল মেধাবী শিশুদের শিশু দিবসের অগাধ শুভেচ্ছা। তোমরাই দেশের ভবিষ্যৎ।

১৮) শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল।

১৯) পৃথিবীকে আরও সুন্দর এবং উজ্জ্বল করে তোলার জন্য শিশু দিবসের শুভেচ্ছা রইল তোমাদের।

২০) জীবনকে এত উজ্জ্বল করে তোলে যে সমস্ত বাচ্চারা, তাদের জন্য শুভ শিশু দিবসের শুভেচ্ছা।

২১) হাসি আর মধুর স্মৃতি নিয়ে মাখানো এই দিনটি। শুভ শিশু দিবস।

২২) এই অসাধারণ শিশু দিবসের শুভেচ্ছা রইল। জীবনটা যেন আনন্দে ভরে থাকে।

২৩) প্রতিটি শিশুর হাসি, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিন কামনা করি। শিশু দিবসের শুভেচ্ছা।

২৪) সকল শিশুদেরই উদযাপনের দিন আজ। প্রতিটি মুহূর্তই উপভোগ করো। শুভ শিশু দিবস।

২৫) প্রতিটি শিশু ভালোবাসা, আনন্দ আর অফুরন্ত সম্ভাবনায় পরিপূর্ণ থাকুক। শুভ শিশু দিবসের শুভেচ্ছা।

২৬) শুভ শিশু দিবস। তোমার হৃদয় যেন সবসময় হাসির মতোই হালকা থাকে।

২৭) প্রতিটি দিনকে আর উজ্জ্বল করে তোলে, এমন ছোটদেরকে রইলো সুস্থ দিবসের শুভেচ্ছা।

২৮) আমাদের জীবনকে রঙিন করে তোলা তরুণদের জন্য শিশু দিবসের শুভেচ্ছা। দিনটা যেন ভালোবাসা আর হাসিতে কাটে।

২৯) শিশুরাই আমাদের সবথেকে মূল্যবান সম্পদ। আমাদের ভেতরের থেকে রইল অনেক অনেক ভালোবাসা।

৩০) শুভ শিশু দিবস। তুমিই ভালোবাসার মানুষ,  তুমিই বিশেষ, যেখানেই থাকো না কেন আনন্দ বয়ে নিয়ে আসো।

৩১) বাড়ির সকল বাচ্চাদের জন্য রইল শিশু দিবসের শুভেচ্ছা। দিনটা হাসি, ভালবাসা আর অফুরন্ত সম্ভাবনায় ভরে উঠুক।

৩২) শিশুরাই হল সেই হাত, যাদের সাহায্যে আমরা স্বর্গ ধরে রাখতে পারি। শুভ শিশু দিবস।

৩৩) প্রতিটি শিশুই এই বার্তা নিয়ে আসে যে ঈশ্বর এখনও মানুষের প্রতি নিরুৎসাহ হয়নি। শুভ শিশু দিবস।

৩৪) ভাঙা মানুষ মেরামত করাচ্ছে শক্তিশালী সন্তান গড়ে তোলাই সহজ। শুভ শিশু দিবস।

৩৫) শুভ শিশু দিবসের অনেক শুভেচ্ছা রইল। দিনটি সর্বোচ্চ আনন্দের সঙ্গেই উদযাপন করো।

৩৬) শুভ শিশু দিবস। আজকের এই দিনটি হাসি, মজা আর অবিরাম খেলায় ভরে উঠুক।

৩৭) শিশুদের চোখেই আছে ভবিষ্যতের আলো। শিশু দিবসের অনেক শুভকামনা রইল।

৩৮) পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হলো শিশুদের মুখের হাসি। এই দিনটিতে তাদের অনেক ভালোবাসা জানাই।

৩৯) তোমার আলো এবং ভালোবাসা দিয়েই প্রতিটি দিন আরও উজ্জ্বল হয়ে উঠুক। শুভ শিশু দিবস।

৪০) শিশুরা বাগানের ছোট্ট কুঁড়ির মতো। সযত্ন তাদেরকে বড় করে তুলুন। শুভ শিশু দিবস।

৪১) শিশু দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শৈশবের জাদু ঠিক কেমন ছিল। দিনগুলি হাসিতে পরিপূর্ণ হয়ে উঠুক। শুভ শিশু দিবস।

৪২) ভবিষ্যতের নায়ক এবং পরিবর্তনকারীদের আজ বিশেষ দিন। এই দিনটিতে সকল শিশুদেরকে রইল শুভেচ্ছা।

৪৩) শিশুরা হৃদয়ের বিশুদ্ধতা আর হাসি সকলের জীবনের জটিলতা দূর করে। শুভ শিশু দিবস।

৪৪) শিশুরাই আগামী প্রজন্মের হাতিয়ার। শুভ শিশু দিবস।

৪৫) শুভ শিশু দিবস। শিশুরাই আমাদের মূল হাসির কারণ। সুখে থাকার প্রধান মন্ত্র।

৪৬) আমাদের জীবনের ছোট্ট তারকাদের কাছে বিশ্বের সমস্ত সুখ কামনা করি। শুভ শিশু দিবসের শুভেচ্ছা।

৪৭) তোমরাই পৃথিবীর বিস্ময়ের পরিপূর্ণ প্রতীক। দিনটি অনেক আনন্দে কাটুক। শুভ শিশু দিবস।

৪৮) তোমরাই আমাদের সূর্য। এগিয়ে চলার মূল মন্ত্র। দিনটি আনন্দে ভরে উঠুক।

৪৯) তোমাদের ভালোবাসা এবং হাসি পূর্ণ করুক সকলের জীবন। শুভ শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫০) আমাদের জীবনের সবথেকে মূল্যবান অংশই শিশুরা। শুভ শিশু দিবসের অনেক শুভেচ্ছা, ভালবাসা রইল

Leave a Comment