সহেলি মিত্র, কলকাতা: দ্বিতীয় হুগলী সেতুর পর এবার বন্ধ থাকতে চলেছে বাংলার আরও গুরুত্বপূর্ণ ব্রিজ গৌরাঙ্গ সেতু (Gouranga Setu)। এবার বন্ধ থাকবে নদিয়ার বিখ্যাত গৌরাঙ্গ সেতু। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানলে চমকে উঠবেন, এবার এক টানা ৪৫ দিন জনসাধারণের জন্য বন্ধ থাকবে এই ব্রিজ বলে খবর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
৪৫ দিন বন্ধ থাকবে গৌরাঙ্গ সেতু
প্রশাসনে তরফে জানানো হয়েছে যেহেতু গৌরাঙ্গ সেতুর সংস্কার করা হবে সেজন্য বহুদিন বন্ধ থাকবে গৌরাঙ্গ সেতু। এদিকে দীর্ঘ টানা এতদিন সেতু বন্ধ থাকার জেরে স্বাভাবিকভাবেই বিপদে পড়বে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই সেতু বন্ধ রাখবে প্রশাসন? এ বিষয়ে ইতিমধ্যে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কবে, কখন থেকে কখন বন্ধ থাকবে গৌরাঙ্গ সেতু?
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬’টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত আংশিক বন্ধ রাখা হবে সেতু। আর সন্ধ্যা ৬’টা থেকে ভোর ৬’টা পর্যন্ত সম্পূর্ণ সেতু সম্পূর্ণরূপে বন্ধ রেখে চলবে মেরামতির কাজ। এই সেতু নদিয়ার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানকে জোড়ে। তবে এবার এই সেতু বন্ধের কারণে তিন জেলার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হবে বলে আশঙ্কা।
কী বলছে প্রশাসন?
এ বিষয়ে বড় দাবি করেছেন নবদ্বীপ পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা। তিনি বলেন, ‘গৌরাঙ্গ সেতুর সংস্কার হবে। কিছুটা হলেও ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। যেহেতু সেতুর মেরামত একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলে আশা করি সহযোগিতা করবে। ’১৯৭২ সালে এই সেতু তৈরি হয়েছিল ভাগীরথী নদীর উপর। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। উল্লেখ্য, পুজোর মুখে বন্ধ ভাগীরথী নদীর উপর গৌরাঙ্গ সেতুতে ফাটল দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়েন নদিয়া এবং বর্ধমানের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ব্রিজের মাঝে এক্সপ্যানশন প্লেট কিছুটা বসে গিয়েছে বলে খবর। ফলে ব্রিজের সংস্কার এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।