সহেলি মিত্র, কলকাতা: স্বরলিপি চ্যাটার্জি (Swaralipi Chatterjee), এক সময়ের বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তবে এখন তিনি লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন। ব্যবসা, মেয়েকে নিয়ে একাই জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা সবাইকে অবাক করে রেখে দিয়েছে। কেউ হয়তো ভাবতেও পারবে না মীর এমন কিছু বলতে পারেন।
মীরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য স্বরলিপি চ্যাটার্জির
অভিনেত্রী স্বরলিপির জীবন অনেকটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটেছে। কেরিয়ার, বিয়ে, বিবাহবিচ্ছেদ, সবই দেখে নিয়েছেন তিনি। এখন তিনি একজন সিঙ্গেল মাদার সঙ্গে একজন ক্যাফের মালকিন। এছাড়াও পডকাস্টও করছেন। যাইহোক, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে তাঁকে ইন্ডাস্ট্রির কয়েকজন কী না কী বলেছেন তাঁকে। তবে শালীনতার সব মাত্রা একদিন ছাড়িয়ে গিয়েছিলেন অভিনেতা এবং প্রাক্তন রেডিও জকি মীর।
অনেকেই জানবেন, জি বাংলার ‘হাউ মাউ খাউ’ রিয়্যালিটি শো হত যেখানে অনেক কলাকুশলীকে দেখা যেত। সেখানে ২০০৫ সালে কাজের সুযোগ আসে স্বরলিপির কাছে। সেই শো-এর সঞ্চালক হিসাবে কাজ করতেন মীর। প্রায় দু-দশক আগের ঘটনা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘মীরদার মনে আছে কিনা জানি না, ওই হরিদাসের বুলবুলভাজা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বলল স্মরলিপি তোমার বুকগুলো ফলস। ওই দু’টো দিয়ে দাও, আমি লাগাই…. বলে সবাই আমার বুকের দিকে তাকালো।’
তিনি আরও জানান, ‘আমি এত অপমানিত বোধ করেছিলাম। মনে হয়েছিল, কোথাও গিয়ে একটা শালীনতার বাউন্ডারি থাকা দরকার। দিনের শেষে আমি তো মেয়ে, আমার কিছু সিক্রেট পার্ট আছে। সেগুলো নিয়ে আলোচনা করা যায় না। তারপর থেকে আমার আত্মসম্মানে হানি হচ্ছিল খুব। আমি সোজাসুজি বললাম শো’টি করব না’।