বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই ধাক্কা খেয়েছে রোহিত, বিরাটহীন ভারতীয় দল। তবে আশা, দ্বিতীয় টেস্টে (India Vs England) ইংলিশদের যোগ্য জবাব দেবে শুভমনের ভারত। এমতাবস্থায়, হঠাৎ চিন্তা বাড়াল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের চোট।
জানা যাচ্ছে, বেন স্টোকসদের বিপক্ষে দ্বিতীয় আসরে নামার আগেই গুরুতর চোটে জর্জরিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কাঁপানো ভারতীয় তারকা। আর এরপরই, দ্বিতীয় টেস্টে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।
দ্বিতীয় টেস্টে অনিশ্চিত এই তারকা ক্রিকেটার
জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের আগেই চোট পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে ইংলিশদের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে জায়গা হওয়া তারকা ব্যাটসম্যান সাই সুদর্শন। মনে করা হচ্ছে, খেলোয়াড়ের চোট গুরুতর হওয়ায় খুব সম্ভবত দ্বিতীয় টেস্টে তাঁকে পাবে না শুভমনরা। যদিও এ বিষয়ে, ভারতীয় দলের তরফে এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট করে জানানো হয়নি।
তবে সূত্র বলছে, হেডিংলে টেস্টে অভিষেক হওয়া ভারতের এই তারকা ব্যাটসম্যানের চোট বেশ গুরুতর। মূলত সেই কারণেই আপাতত তাঁকে নিয়ে দ্বিতীয় টেস্টের আশা করা যাচ্ছে না। কাজেই অলৌকিক কিছু না ঘটলে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দেখা মিলবে না সুদর্শনের। বলা বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হওয়ার পর শুরুর ইনিংসে শূন্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যদিও দ্বিতীয় ইনিংসে 30 রান করেছিলেন এই ভারতীয় তারকা।
কীভাবে চোট পান সুদর্শন?
বলে রাখি, মঙ্গলবার হেডিংলে টেস্টের শেষ দিনে ফিল্ডিং করছিলেন সাই, এমন সময়ে হঠাৎ করেই কাঁধে চোট পান তিনি। এরপর তড়িঘড়ি সুদর্শনের বদলে মাঠে নামানো হয় বিকল্প ফিল্ডার ভারতীয় তারকা নীতিশ কুমার রেড্ডিকে। পরবর্তীতে চোটের কারণে আর মাঠে নামতে পারেননি সুদর্শন, এক ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম দাবি করছে, এই মুহূর্তে সুদর্শন পুরোপুরি ফিট নন, কাজেই তাঁকে নিয়ে দ্বিতীয় টেস্টের স্বপ্ন না দেখাই ভাল।
অবশ্যই পড়ুন: মাঝপথে বন্ধ করে দিয়েছেন LIC-র প্রিমিয়াম! চিন্তা নেই, উল্টে করবেন লাভ
উল্লেখ্য, বেশ কয়েকটি সূত্র ও ওই জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুদর্শন যদি শেষ পর্যন্ত চোট নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে না পারেন, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না ভারতীয় দলের। জানা যাচ্ছে, সুদর্শনকে দ্বিতীয় টেস্টে না পাওয়া গেলে তাঁর বিকল্প হিসেবে মাঠ দখল করতে পারেন 9 বছর পর টিম ইন্ডিয়ার টেস্ট দলে জায়গা হওয়া করুণ নায়ার।