চোট সারিয়ে মাঠে ফিরছেন পান্ডিয়া, তবে টিম ইন্ডিয়ার আগে খেলতে হবে অন্য এক দলের হয়ে

Hardik Pandya Comeback he return to competitive cricket before India vs south africa Series Odi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুদিন ভারতীয় দলে দেখা নেই হার্দিক পান্ডিয়ার। তারকা অলরাউন্ডার কবে ফিরবেন, তা জানতে একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। শেষবারের মতো, এশিয়া কাপে খেলেছিলেন তিনি। সেখানে জোরালো চোট পাওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজেও জায়গা হয়নি টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের। এহেন আবহে, এবার প্রকাশ্যে এল পান্ডিয়ার ক্রিকেটে ফেরার দিনক্ষণ (Hardik Pandya Comeback)। তবে শোনা যাচ্ছে, ভারতীয় দলের আগে অন্য এক দলের হয়ে মাঠ কাঁপাতে হবে তাঁকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার কারণে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নামতে পারেননি তিনি। হাত ফসকেছে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও। তাতে হার্দিককে নিয়ে ক্রমশ জোরালো হচ্ছিল একগুচ্ছ প্রশ্ন। ঠিক কবে মাঠে ফিরবেন ভারতীয় তারকা? জানতে চাইছিলেন অনেকে। অবশেষে মিলল সেই আপডেট। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, এ মাসের শেষের দিকেই ক্রিকেটে ফিরছেন হার্দিক। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে তাঁকে।

এই দিন ক্রিকেটে ফিরছেন হার্দিক পান্ডিয়া

একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে চোট সারিয়ে উঠেছেন তিনি। চলেছে দীর্ঘ রিহ্যাব পর্ব। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পান্ডিয়াকে ফিট ঘোষণা করবে BCCI এর মেডিকেল টিম। আর তারপরই বডোদরার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার অনুমতি পেয়ে যাবেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার। বলাই বাহুল্য, আগামী 26 নভেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। মনে করা হচ্ছে, সেদিনই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন হার্দিক।

অবশ্যই পড়ুন: ভারতীয় দলে যোগ দেওয়া হচ্ছে না ‘বিদেশি’ ফুটবলার অবনীতের! প্রকাশ্যে এল কারণ

প্রসঙ্গত, চোট সারিয়ে ফিট হওয়ার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বডোদরার হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে হার্দিককে।
বডোদরার ম্যাচগুলি হবে খুব সম্ভবত হায়দরাবাদে। তবে ঘরোয়া ক্রিকেটে আসর জমানোর পর বিশ্রাম পাবেন না ভারতীয় তারকা। তাঁকে ছুটতে হবে আগামী 30 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের জন্য জাতীয় শিবিরের প্রস্তুতিতে। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। সেখানেও খেলতে দেখা যাবে পান্ডিয়াকে, আপাতত তেমনটাই আশা ভারতীয় ম্যানেজমেন্টের।

Leave a Comment