ইডেন টেস্টে বিরাট মাইলফলক ছোঁবেন কে এল রাহুল

KL Rahul New Record Is going to set with only 15 runs India vs South Africa Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেই আসরের প্রথম টেস্টটি গড়াবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই মতোই শহরে পা পড়েছে ভারতীয় তারকাদের। জোর কদমে চলছে প্রস্তুতিও। গৌতম গম্ভীরের তত্ত্বাবধানেই বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করতে তৈরি রণকৌশল। তবে ইডেন টেস্টে ভারতীয় দলের ভাগ্য পরীক্ষার পাশাপাশি ভাগ্যকে ঝালিয়ে নেবেন তারকা ক্রিকেটার কে এল রাহুলও। খেলোয়াড়ের ক্রিকেট পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, ইডেন টেস্টে কিছু রান করলেই আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে বিরাট মাইলফলক ছুঁয়ে ফেলবেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান (KL Rahul New Record)।

বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে রাহুলের হাতে

গত দিনগুলিতে লাল বলের ক্রিকেটে যতবার ভারতীয় দলের হয়ে উদ্বোধনী জুটিতে খেলেছেন ততবারই নিজেকে প্রমাণ করেছেন কে এল রাহুল। ওপেনার হিসেবে ব্যাট হাতে একেবারে রুদ্র মূর্তি ধারণ করেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। না বললেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত মোট 65টি টেস্টে মিলিয়ে 114টি ইনিংস খেলেছেন রাহুল। সেই আসরে তাঁর রান রয়েছে 3985। আর এখানেই রয়েছে নতুন টুইস্ট।

হিসেব বলছে, আসন্ন ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট ঘুরিয়ে ভারতীয় তারকা কে এল রাহুল যদি আর মাত্র 15 রান করতে পারেন, তবে তিনি ছুঁয়ে ফেলবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কেরিয়ারের 4,000 রানের মাইলফলক। শুধু তাই নয়, এই কীর্তি গড়তে পারলে ভারতীয় ক্রিকেটে 18তম ব্যাটসম্যান হয়ে উঠবেন তিনি। চলতি বছর লাল বলের ক্রিকেটে রাহুলের ফর্ম দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছেন, “রাহুল এই মুহূর্তে যে ফর্মে রয়েছে তাতে ইডেন টেস্টে মাত্র 15 রান করাটা ওর কাছে কিছুই নয়।” তবে শেষ পর্যন্ত ক্ষুদ্র রানের গন্ডি পেরিয়ে টেস্ট কেরিয়ারের অন্যতম বড় মাইলফলকটি রাহুল ছুঁয়ে দেখতে পারলেন কিনা, সেদিকে নজর থাকবে সকলের।

অবশ্যই পড়ুন: চোট সারিয়ে মাঠে ফিরছেন পান্ডিয়া, তবে টিম ইন্ডিয়ার আগে খেলতে হবে অন্য এক দলের হয়ে

উল্লেখ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে কে এল রাহুলের পারফরমেন্স যে একেবারে পাতে দেওয়ার মতো নয়, তেমনটা বললে ভুল হবে। লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট 7টি টেস্টে 13 ইনিংস খেলে 369 রান করেছেন রাহুল। সেই সাথে রয়েছে দুটি অনবদ্য সেঞ্চুরিও। তবে ইডেন টেস্টে যদি ভারতীয় তারকার ব্যাট থেকে আরও এক শত রানের দেখা মেলে, তবে রানের নিরিখে তিনি গৌতম গম্ভীর সহ টেক্কা দেবেন অনেকেই।

Leave a Comment