IPL 2026 এর আগে গরম খবর! অধিনায়কদের ছেড়ে দিতে পারে এই ৩ দল

IPL Retention 2026 3 teams may release their captains before IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। তারপরই 15 নভেম্বর আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে IPL এর 10 দল (IPL Retention 2026)। দলগুলি তাদের রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ করার পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পর্বের প্রস্তুতি শুরু করবে IPL গভর্নিং কাউন্সিল। যা গড়াবে আগামী 15-16 ডিসেম্বরের মধ্যে। আর সেই আসরের আগেই উঠে আসছে এক বড় খবর। শোনা যাচ্ছে, IPL 2026 সিজনের আগেই 3 দল তাদের বর্তমান অধিনায়কদের রিলিজ করে দেবে। সেই তালিকায় রয়েছে KKR এর অজিঙ্কা রাহানেও।

এই 3 IPL দল তাদের অধিনায়কদের ছেড়ে দিতে পারে!

রাজস্থান রয়্যালস

বহু আগেই দল ছাড়তে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছিলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। যদিও প্রাথমিকভাবে RR ম্যানেজমেন্টের তরফ থেকেও কোনও উত্তর না মিললেও দল ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় তারকা। তাছাড়াও সম্প্রতি রাজস্থানের সাথে সঞ্জুকে নিয়ে বাণিজ্যের জন্য উদগ্রীব হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মাঝে এও শোনা গিয়েছিল, সঞ্জুর জন্য দীর্ঘদিনের সঙ্গী রবীন্দ্র জাদেজাকেও ছেড়ে দিতে পারে CSK। সূত্রের খবর, বর্তমানে সেই প্রক্রিয়ায় বেশ কয়েকটি শর্তের বাঁধনে আবদ্ধ।

লখনউ সুপার জায়ান্টস

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন ঋষভ পন্থ। 27 কোটি দিয়ে তাঁকে দলে টেনে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। ভারতীয় তারকাকে দলে নিয়ে বড় সাফল্যের আশায় বুক বেঁধেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে শেষ পর্যন্ত উপহারে ফিরে পেতে হয়েছে শুধুই হতাশা। গোট সিজনে অধিনায়ক হিসেবে সে অর্থে LSG কে এগিয়ে নিয়ে যেতে পারেননি পন্থ। ব্যাট হাতেও বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, পুরনো ব্যর্থথাকে সঙ্গে নিয়েই নতুন অধিনায়কের খোঁজ করছে LSG। আর সেটা হলে পন্থের বাদ পড়া কার্যত নিশ্চিত।

অবশ্যই পড়ুন: হাসিনাকে নিয়ে ভারত সরকারের কাছে বিশেষ আবেদন বাংলাদেশের

কলকাতা নাইট রাইডার্স

IPL 2024 জয়ী অধিনায়ককে ছেড়ে দিয়ে নতুন কৌশলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন দেখেছিল শাহরুখ খানের দল। সেই মতোই দীর্ঘ জল্পনা কল্পনাকে সঙ্গে নিয়েই ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানেকে অধিনায়ক হিসেবে দলে নিয়েছিল KKR। তবে ব্যাট হাতে তুলনামূলকভাবে দলের অন্যান্যদের থেকে ভাল পারফর্ম করলেও সাফল্যের মুখ খুলতে পারেননি তিনি। রাহানের নেতৃত্বেই পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল কলকাতা। যার কারণে ভক্তদের কাছে যথেষ্ট সমালোচিত হয়েছিলেন রাহানে। এবার সেই তারকাকেই ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, IPL 2026 এর জন্য KKR এর ধরে দেখা প্লেয়ারদের তালিকায় নাম থাকবে না রাহানের।

Leave a Comment