পুর নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ED! সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে নোটিশ সংস্থার

Municipality Recruitment Case

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে বছর প্রায় শেষের মুখে, আর বছর শেষ হতেই হাজির হতে চলেছে ২৬-এর বিধানসভা নির্বাচন। তাই এইমুহুর্তে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছে শাসকদল থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। তার উপর আবার SIR-এর চাপ, এমতাবস্থায় ফের আরও এক দুর্নীতি মামলায় সক্রিয়তা দেখাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। জানা গিয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে ইডি তলব করেছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় ইডি

দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই এই ঘটনায় অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের জেরা করে একাধিক তথ্য উদঘাটনও করা হয়েছে। ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। এমনকি দক্ষিণ দমদম পুরসভার পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর। গত বছর দমকলমন্ত্রীর বাড়ি, অফিসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এমনকি তাঁর ছেলে সমুদ্র বসুর ধাবাতেও তল্লাশি চালানো হয়। আর এবার সেই একই দুর্নীতি মামলায় ফের তলব করা হল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী ও দুই সন্তানকে। রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার, ইডির পাঠানো নোটিশে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

ইডি অভিযানে ক্ষুব্ধ সুজিত

চলতি বছর গত মাসে ইডি আধিকারিকরা সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজার, কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে গিয়েছিল। সেখানে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি অভিযান করেছিলেন তাঁরা। কিন্তু পরে জানা যায় নিয়োগ দুর্নীতি-সহ দুটি পৃথক মামলায় তদন্তের জন্য অভিযান করেছিল তদন্তকারী সংস্থা। এদিকে বিধানসভা ভোটের আগে ফের ইডির হানা শাসকদলকে স্রেফ কালিমালিপ্ত করার চেষ্টা বলেই যুক্তি দিলেন সুজিত। তাই এবার মন্ত্রীর পরিবারকে তলব করল তদন্তকারী সংস্থা। আর এই বিষয় প্রকাশ্যে আসতেই শাসকদলের অন্দরে শুরু হল নানা গুঞ্জন।

আরও পড়ুন: “ভাগ্নীকে এখন বান্ধবী..এতদিনে পুরুষ হতে পেরেছেন”, পার্থকে অভিনন্দন বৈশাখীর

উল্লেখ্য, অক্টোবরে দমকল মন্ত্রীর সুজিত বসুর পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও ইডি হানা দেওয়ায় দল বেশ অস্বস্তিতে পড়েছিল। সেই প্রসঙ্গে দমকলমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, “আমার বাড়িতে হচ্ছে নিতাইয়ের বাড়িতেও গিয়েছে কিছু তো পাইনি ওরা তারপরও আবার ইডি আসছে। এটা মনে হয় টার্গেট করছে, এখানে ওদের লোকজন কিছু নেই। রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে।”

Leave a Comment