পথের কাঁটা হবে না পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত! কবে থেকে জমিয়ে নামবে শীত? আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাস প্রায় শেষের মুখে, আর তার আগেই রাজ্য জুড়ে যেন প্রাক শীতের (Weather Update) আমেজ। প্রথমদিকে অনেক গড়িমসি করলেও অবশেষে ধীরে-ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। শীতের অনুভূতি হচ্ছে ধীরে, ধীরে‌। রাত হলেই তাপমাত্রার পারদ এক ঝটকায় অনেকখানি কমে যায়। ক্রমাগতই বইছে ঠান্ডা হাওয়া। একই অবস্থা উত্তরেও। সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। ‌এমতাবস্থায় পাকাপাশি শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এবার ধীরে ধীরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারদ অনেকটাই নামতে চলেছে। কারণ ইতিমধ্যেই পশ্চিমের শীতল হাওয়ার বেগ বেশ দেখা যাচ্ছে। সবচেয়ে খুশির খবর এইমুহুর্তে কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। তার সঙ্গে বঙ্গোপসাগরেও আপাতত কোনও নিম্নচাপ তৈরির সম্ভবনা নেই তাই শীত এবার অবাধে নামতে চলেছে রাজ্যে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সকল জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির-কুয়াশা এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। অন্যদিকে পশ্চিমী জেলাগুলোতেও বেশ কমবে তাপমাত্রা। তবে জানা যাচ্ছে রবিবার থেকে হালকা বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: “ভাগ্নীকে এখন বান্ধবী..এতদিনে পুরুষ হতে পেরেছেন”, পার্থকে অভিনন্দন বৈশাখীর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

শীতের আমেজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ স্পষ্ট। আবহাওয়া অফিস বলছে, আগামী ছয় থেকে সাত দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। এছাড়াও উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড়ে যে হাঁড় কাপানো শীত আসতে আর খুব একটা বেশি দেরি নেই তা এবার স্পষ্টই বোঝা যাচ্ছে।

Leave a Comment