সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। খিচুড়িতে সাপের খোলস, অভিষেকের মানহানি মামলা, কলকাতার রাস্তা বন্ধ সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) নদীয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে সাপের খোলস
নদীয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকায় এবার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে সাপের খোলস মেলার অভিযোগ ছড়াল চাঞ্চল্য। জানা যাচ্ছে, ওই খিচুড়ি খেয়ে ২০ জন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এমনকি এক অভিভাবক খিচুড়িতে সাপের খোলস দেখতে পেয়ে বিষয়টি জানালে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিক্ষোভ করে এবং মাইকিং করে সবাইকে সতর্ক করে, যাতে ওই খাবার কাউকে না খাওয়ানো হয়। এমনকি প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ১৮০ কিমি গতিবেগে ভারতে প্রথম বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান
ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবার সফলভাবে ১৮০ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটে সাফল্য অর্জন করল। পশ্চিম মধ্যে রেলের কোটা বিভাগের পরিচালনায় ট্রেনটি লোড এবং খালি উভয় অবস্থাতেই একই গতি বজায় রাখা হয়েছে। আরডিএসও লখনৌয়ের একটি দলের দায়িত্বে নিরাপত্তা এবং আরাম পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গিয়েছে। এমনকি চেন্নাই আইসিএফ, মেধা সার্ভো ড্রাইভস ও ফেইভলি ইন্ডিয়ার বিশেষজ্ঞরা সেখানে উপস্থিত ছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বন্ধ থাকবে গৌরাঙ্গ সেতু
নদীয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেরামতের কাজের কারণে বন্ধ থাকবে। প্রশাসনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী জানা গেছে, সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আংশিক এবং সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত সম্পূর্ণ ভাবে সেতুটিকে বন্ধ রাখা হবে। ১৯৭২ সালে ভাগীরথী নদীর উপর নির্মিত সেতুটি নদীয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানকে যুক্ত করে এবং এর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে। তবে স্থানীয়রা এতে সমস্যায় পড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) অভিষেকের বিরুদ্ধে মানহানি মামলার শুনানি শেষ মধ্যপ্রদেশের হাইকোর্টে
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মানহানির মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টে শুনানি শেষ হল। ২০২০ সালে এক জনসভায় বিজেপি নেতা কৈলাস বিজয় বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়কে গুন্ডা বলার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। অভিষেক বারবার আদালতে হাজিরা না দেওয়ার কারণে এমপি, এমএলএ আদালতে তাকে পলাতক ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এমনকি তিনি হাইকোর্টে আবেদন জানিয়ে বলেন, তিনি সংসদে সদস্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শেষ হল শুনানি
প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে শেষ হল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের বেঞ্চে মামলাকারীরা দুর্নীতির অভিযোগ তুলেছিল এবং অন্যদিকে রাজ্যের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৬ নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রের অনুমোদিত ছিল এবং প্রশিক্ষণহীনরা পরে প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন যে, নিয়োগের নিয়ম এবং সিবিআই তদন্তের কার্যকারিতায় যথেষ্ট গাফিলতি ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ আবেদন ভারতের কাছে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে আবেদন রাখল যে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ যাতে বন্ধ করা হয়, তার ব্যবস্থা করার। বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে জানিয়েছে, হাসিনা পলাতক আসামি এবং তার বিরুদ্ধে মামলা চলায় মিডিয়ায় মন্তব্য করা অনুচিত। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই অবস্থানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছেন। এমনকি তাদের মধ্যে হাসিনা শুধুমাত্র বাংলাদেশের বাস্তব পরিস্থিতি ও সরকারের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলায় ৩৪ লক্ষ মৃত আধার কার্ডধারী
পশ্চিমবঙ্গে এবার ৩৪ লক্ষ মৃত আধার কার্ডধারীকে সনাক্ত করলো ইউআইডিএআই। হ্যাঁ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন এই তথ্য সামনে এসেছে। মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে ইউআইডিএআই জানিয়েছে, ২০০৯ সালে আধার চালু হওয়ার পর থেকে এতজন মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে, রাজ্যের সিইওদের ইউআইডিএআই এর সঙ্গে সমন্বয়ে রেখেই মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের নম্বর দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মুকুল রায়কে বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট
আজ কলকাতা হাইকোর্ট বিজেপি থেকে নির্বাচিত কৃষ্ণনগরের উত্তর বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জানিয়েছে, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুলের পদ বাতিল করে দেওয়া হবে। ২০২১ সালে নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি, যা নিয়ে বিজেপি নেতা অম্বিকা রায় মামলা করেছিলেন। তবে দীর্ঘ আয়ইনি লড়াইয়ের পর আদালত আজ বড়সড় রায়ের পথে হাঁটল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ইডেন গার্ডেন্সে ম্যাচ উপলক্ষে বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা
ইডেন গার্ডেনসে ১৪ থেকে ১৮ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে কেন্দ্র করে কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইজারি জারি করল। ম্যাচের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্ষুদিরাম বোস রোড, গোষ্ঠ গোপাল সরণি এবং নর্থ ব্রুক অ্যাভিনিউ রোড বন্ধ থাকবে বলে খবর। এমনকি ময়দান ও ইডেন সংলগ্ন এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাধিক রাস্তায় নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে এবং বাস রুটে ডাইভারশন থাকবে। এছাড়া পাঁচদিনের ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের হামলা ইডির
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টর। দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র এবং কন্যাকে তলব করল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই অয়ন শীলসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর এর আগেও সুজিত বসুর বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল। অন্যদিকে বিধানসভা ভোটের আগেই ইডির এই পদক্ষেপ শাসক দলের অন্দরে আরও চাঞ্চল্য সৃষ্টি করছে। সুদীপ বসু অভিযোগ করছেন যে, রাজনৈতিকভাবে তাকে টার্গেট করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন