সৌভিক মুখার্জী, কলকাতা: গত সোমবার রাজধানীর লালকেল্লায় ঘটে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ (Delhi Blast), যার জেরে প্রাণ যায় ১২ জনের। সেই মামলায় এবার বিরাট পদক্ষেপ নিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। হ্যাঁ, শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন চিকিৎসক উমর নবির পুলওয়ামার বাড়ি। জানা যাচ্ছে, তদন্তের জন্য কন্ট্রোল্ড ডেমোলিশনও করা হয়েছে, আর বিস্ফোরণে একটি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়।
কে এই উমর নবি?
বলাবাহুল্য, উমর নবিকে লালকেল্লায় ঘটা বিস্ফোরণের মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার বাড়ি ঘিরে আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এদিকে সোমবারের এই বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই i20 গাড়িটি উমর নবির নামের সঙ্গে যুক্ত। আর কাশ্মীরের ওই চিকিৎসকই গাড়িটি চালাচ্ছিলেন বলে রিপোর্ট। উল্লেখ্য, ওই বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের আর আহত হয় ২০ জনেরও বেশি। তবে তাতে তার ভূমিকা ঠিক কতটা, তা এখন বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছিল। আর তাতে মোট ছয়জন গ্রেফতার হয়। তবে মজার ব্যাপার, তিনজনই উমরের পরিবারের সদস্য। পাশাপাশি বিস্ফোরণের স্থান থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার সঙ্গে তার মায়ের নমুনা মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উমর নিয়মিত কাশ্মীরের দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি তাদেরকে ফরিদাবাদ সন্ত্রাস মডিউল ফাঁস হওয়ার পর আটক করা হয়েছিল। সেই মডিউল থেকেও প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।
Security forces in Jammu and Kashmir’s Pulwama district have demolished the house of Dr. Umar Un Nabi, the prime suspect in the Delhi Red Fort car blast that killed 13 people. The demolition was carried out overnight, with explosives used to destroy the property.
Dr. Umar, a… pic.twitter.com/ilxhx52JJd
— Daily Kishtwar Times (@kishtwartimes1) November 14, 2025
আরও পড়ুনঃ শীত পড়তে না পড়তেই বাংলায় অনেকটাই দাম বাড়ল মুরগির মাংসের! আজকের রেট কত?
আরও গভীরে যাচ্ছে তদন্ত
এদিকে উমরের সহযোগী, যোগাযোগের নেটওয়ার্ক এবং অর্থের উৎস, সবদিকেই কেন্দ্রীয় এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে নজরদারি চালাচ্ছে। বিস্ফোরক বা নথি উদ্ধারে ঝুঁকি এড়ানোর জন্যই মূলত পুলওয়ামার বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। এমনকি এখনও তদন্ত প্রক্রিয়াধীন। তবে স্থানীয় মানুষ মনে করছে, একসময় উমর ছিলেন মেধাবী আর মনোযোগী চিকিৎসক। সমাজেও তার ইতিবাচক ভূমিকা ছিল। তবে দুই বছর ধরেই তার আচরণে বিরাট পরিবর্তন দেখা যায়। আর সোশ্যাল প্ল্যাটফর্মে একাধিক র্যাডিকাল গ্রুপেও তিনি যোগ দেন।