বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন গার্ডেন্সের বুকে খরা কাটল দক্ষিণ আফ্রিকার। দীর্ঘ 15 বছরে যা কেউ করে দেখাতে পারেনি, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে (India Vs South Africa Test) সেটাই করে দেখালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুক্রবার, ক্রিকেটের নন্দনকাননে ম্যাচ শুরুর আগে গড়িয়েছিল টস পর্ব, সেখানেই ভারতের অধিনায়ক শুভমন গিলকে মাত দেন তিনি। টস পরীক্ষায় জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রোটিয়া অধিনায়ক। আর তাতেই কেটেছে দীর্ঘ 15 বছরের খরা।
15 বছরে যা কেউ করে দেখাতে পারেনি সেটাই করলেন বাভুমা
শেষবারের মতো 2010 সালে ইডেনের মাটিতে ভারতের কাছে টস জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন গ্রাম স্মিথ। তবে এরপর থেকে 2025 পর্যন্ত কোনও দিনই ভারতের বিপক্ষে ইডেনের মাটিতে টস জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে সেই পুরনো লজ্জা কাটিয়ে ফেললেন টেম্বা। তাও আবার ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই। হ্যাঁ, ইডেন টেস্টে ভারতের বিপক্ষে টস ভাগ্য জিতে নিয়ে গায়ে সেঁটে থাকা পুরনো তকমা সরিয়ে ফেললেন গত বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া অধিনায়ক।
ইডেনের একাদশে একই সাথে পন্থ এবং জুরেল
শেষবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে চোট পেয়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরপর থেকে চোট যন্ত্রণাকে সাথে নিয়ে দীর্ঘদিন মাঠে ফেরা হয়নি তাঁর। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে খেলতে গিয়েও পরপর তিনবার চোট পান তিনি। তবে এসবের মধ্যেও ইডেন টেস্টের ভারতীয় একাদশে জায়গা পেলেন পন্থ। তবে অবাক করা বিষয়, ঋষভ দলে থাকা সত্ত্বেও একাদশে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন জুরেল।
অবশ্যই পড়ুন: গেরুয়াময় বিহার, পিছিয়ে তেজস্বী! মুখ্যমন্ত্রী নীতিশই? দেখুন ফলাফল
উল্লেখ্য, প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 23 ওভারে 3 উইকেট হারিয়ে 105 রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এদিন দুপুরের বিরতির আগে পর্যন্ত ভারতের হয়ে মাঠ কাঁপানো বোলিং করে একাই দুটি উইকেট তোলেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে ইডেন টেস্টে জায়গা পেয়েই এখনও পর্যন্ত একটি উইকেট তুলে নিজের ক্ষমতা জাহির করেছেন কুলদীপ যাদব।