রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! কত ঘণ্টার জন্য? জারি বিজ্ঞপ্তি

Vidyasagar Setu

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বিপাকে শহরবাসী। আবারও বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। গত রবিবারের ছবি পুনরায় ফিরতে চলেছে আগামী রবিবার। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর, রবিবার ভোর পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেতুর নিরাপত্তা এবং স্থায়িত্ব বজায় রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সে কারণেই প্রতি সপ্তাহে কাজ চলছে। সেই সূত্রে আগামী রবিবারও কাজ চলবে। তার জন্য নির্দিষ্ট সময়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বিগত কয়েকটি রবিবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। কারণ, ঘুরপথে যাতায়াতের জন্য সময় তো নষ্ট হচ্ছিলই, সাথে ভোগান্তিও পোহাতে হচ্ছিল। তবে কলকাতা পুলিশ ফের অনুরোধ করেছে, এই রবিবারও সেই বিকল্প পথ অনুসরণ করতে হবে।

বলবাহুল্য, বিগত কয়েক সপ্তাহে কোনওদিন ৮ ঘন্টা, কোনও দিন ১৬ ঘণ্টা পর্যন্ত বন্ধ ছিল দ্বিতীয় হুগলি ব্রিজ। একাধিক রুটও বদল করা হয়েছিল। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা যে সমস্ত গাড়ির বিদ্যাসাগর সেতুতে ওঠার কথা ছিল, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট গেট রোডের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ওখান থেকে স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজ হয়ে গঙ্গা পারাপারের পথ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ গুঁড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণে জড়িত জঙ্গি ডাক্তারের বাড়ি

পাশাপাশি কোলাঘাট বা ডানকুনির দিক থেকে কলকাতার দিকে যে সমস্ত গাড়িগুলি আসছিল, সেগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আর কলকাতার দিক থেকে আসা বেশ কিছু যাত্রীবাহী গাড়িগুলিকে কাজীপাড়া, আন্দুল, জিটি রোডের দিক থেকে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে পাঠিয়ে দেওয়া হয়। আর এবারও ঠিক একই পথ বাতলে দেওয়া হয়েছে। তাই আগামী রবিবার ফের সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের।

Leave a Comment