বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেনের পিচ নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট (India Vs South Africa Test) শুরুর আগে তা নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সাথে। শোনা গিয়েছিল, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইডেনে ঘূর্ণি চেয়েছিলেন গৌতম গম্ভীররা। শেষ পর্যন্ত তেমনভাবেই সমস্ত দাবি মেনে তৈরি করা হয়েছে ইডেনের পিচ। তবে এসবের মাঝেই শুক্রবারের ম্যাচ শুরুর আগেই মহারাজ সৌরভ গাঙ্গুলিকে আচমকা কল করে বসেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। দাদাকে কল করে ঠিক কী বললেন শুভমন?
ম্যাচের আগে সৌরভের সাথে কথা বলেন গিল
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমেছে ভারতীয় দল। তবে সেই আসরের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভকে নাকি কল করেন শুভমন। গাঙ্গুলির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, প্রথম টেস্টে নামার আগে মহারাজকে কল করেছিলেন শুভমন। ওই ফোনালাপে ইডেনের পিচ সম্পর্কে জানতে চেয়েছিলেন গিল। জানতে চান উইকেট সম্পর্কেও।
বৃহস্পতিবার, ইডেনে এসে পিচ পর্যবেক্ষণ করছিলেন সৌরভ। তখনই তাঁর কাছে ক্রিকেটের নন্দনকাননের উইকেট সম্পর্কে প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সূত্রের খবর, প্রতিপক্ষ দলের অধিনায়কের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন দাদা। আর ঠিক সেই সময়েই নাকি সৌরভের কাছে একটি ফোন আসে। পরে জানা যায় ওই কলটি করেছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন। এ নিয়ে অবশ্য পরবর্তীতে সংবাদমাধ্যমের সামনে গোটা বিষয়টি খোলসা করেছিলেন গাঙ্গুলি।
অবশ্যই পড়ুন: ১৫ বছরে করতে পারেননি দক্ষিণ আফ্রিকার কেউ, ইডেনে সেটাই করে দেখালেন টেম্বা বাভুমা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানিয়েছিলেন, “ভারতীয় দলের অধিনায়ক গিলের সাথে ইতিমধ্যেই কথা হয়েছে। টিম ইন্ডিয়া যেমন উইকেট চাইছে সেভাবেই তৈরি করা হচ্ছে ইডেনের পিচ। বল তো ঘুরবেই সেই সাথে ব্যাটসম্যানরাও যাতে সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।” সব মিলিয়ে বলাই যেতে পারে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে নিজের ঘরের মাঠ প্রসঙ্গে যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করার পাশাপাশি সতর্কও করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য। এবার বোধহয় সেই তথ্যই সাহায্য করছে ভারতীয় দলের বোলারদের।