বারাসত মেডিক্যালে চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ!

Barasat

প্রীতি পোদ্দার, কলকাতা: হাসপাতালে ফের ধর্ষণ! অভিযোগ হাসপাতালে চিকিৎসা চলাকালীন এক নাবালিকাকে শ্লীলতাহানি করল সেই হাসপাতালেরই এক চিকিৎসক! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারাসত (Barasat) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে রাতারাতি চিকিৎসক পড়ুয়াকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে?

হাসপাতাল ও পুলিশের তরফে জানা গিয়েছে, গত বুধবার ১৩ বছরের এক নাবালিকাকে অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য নিয়ে এসেছিল পরিবার বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু অপারেশনের আগে সেই নাবালিকার কিছু প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছিল, সেই সময়ই ১৩ বছরের ওই নাবালিকার শ্লীলতাহানি করে ওই হাসপাতালের কর্মরত এক চিকিৎসক। নাবালিকা গোটা ঘটনা তার পরিবারের লোকেদের জানানোর পরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই বারাসত থানার তরফে বুধবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসককে।

আরজি করের আন্দোলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত!

পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসক বারাসত মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক। তবে সে এই রাজ্যের বাসিন্দা নয়, ওই চিকিৎসক আসলে বিহারের বাসিন্দা। গতকাল ওই চিকিৎসককে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, গত বছর আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে নাকি ঐ অভিযুক্ত চিকিৎসকও যোগদান করেছিল। এই ব্যাপারে বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিন্টেনডেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খুব বেশি মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! কত ঘণ্টার জন্য? জারি বিজ্ঞপ্তি

কিছুদিন আগে এসএসকেএম হাসপাতালেও এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যের স্বাস্থ্য মহলে। অভিযোগ উঠেছিল এসএসকেএম হাসপাতালের প্রাক্তন কর্মী এবং এনআরএস মেডিকেল কলেজের স্বাস্থ্য কর্মী শম্ভুনাথ পণ্ডিত শৌচাগারে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন। যদিও পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এবার সেই একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল বারসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নাবালিকার পরিবার।

Leave a Comment