আগামীকাল থেকেই বদলে যাচ্ছে FASTag এর নিয়ম! না জানলে গুনতে হবে দ্বিগুণ টাকা

New FASTag Rule 2025 from 15 November in Indian toll plaza

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় একাধিক বদল এসেছে। FASTag এর ক্ষেত্রে জুড়েছে নতুন নতুন নিয়ম। যা না জেনে বেশ কয়েকবার বেকায়দায়ও পড়েছেন গাড়ির চালকরা। মূলত FASTag ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ডিজিটাল পেমেন্টের বিষয়টি প্রচারের জন্যই FASTag ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম (FASTag New Rules 2025) যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এবারও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। পত্রিকা নিউজের রিপোর্ট অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 15 নভেম্বর থেকে বদলে যাচ্ছে FASTag এর বেশ কিছু উল্লেখযোগ্য নিয়ম। যা না জানলে গুনতে হবে অতিরিক্ত অর্থ।

FASTag ব্যবস্থায় জুড়ছে এই নতুন নিয়ম

একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামীকাল থেকে যদি কোনও চালক তাঁর গাড়ি নিয়ে সক্রিয় FASTag ছাড়াই টোল অতিক্রম করেন, সেক্ষেত্রে নগদ টোল দেওয়ার ক্ষেত্রে দ্বিগুণ অর্থ চার্জ করা হবে ওই চালককে। একই সাথে বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়মও। জানা গিয়েছে, যদিও কোনও চালক একই ধরনের ভুল করেন তবে সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে
তাঁকে 1.25 গুণ চার্জ করা হবে।

বিস্তারিতভাবে বলতে গেলে, একজন চালক যদি সক্রিয় FASTag ছাড়াই টোল প্লাজা অতিক্রম করেন, সেক্ষেত্রে তাঁর বেসিক টোল যদি 100 টাকা হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে সব মিলিয়ে 125 টাকা এবং অফলাইন অর্থাৎ নগদ লেনদেনের ক্ষেত্রে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা চার্জ করবে টোল প্লাজা।

কীভাবে জরিমানা থেকে রেহাই পাবেন?

বিগত দিনগুলিতে দেশজুড়ে টোল পরিষেবায় ক্ষেত্রে ডিজিটাল লেনদেনকে এগিয়ে রাখার লক্ষ্যে একাধিক প্রচার চালিয়েছে কেন্দ্রীয় সরকার। FASTag ব্যবস্থায় জুড়েছে ডিজিটাল পেমেন্ট। সেক্ষেত্রে FASTag সক্রিয় না থাকা অবস্থায় টোল প্লাজা অতিক্রম করার ক্ষেত্রে অনলাইন পেমেন্ট ব্যবহার করুন। এতে নগদের তুলনায় অনেকটাই কম জরিমানা গুনতে হবে আপনাকে।

এক কথায়, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে চার্জ মূলত 1.25 গুণ হারে প্রযোজ্য হবে। যদি FASTag কোনও ভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে টোল প্লাজায় ঢোকার আগে UPI পেমেন্টের মাধ্যমে পুনরায় একটি নতুন FASTag ইন্সটল করে নিন। তবে যদি FASTag এর ব্যালেন্স শেষ হয়ে যায় কিংবা কম থাকে সে ক্ষেত্রে দ্রুত অনলাইন পেমেন্ট ব্যবহার করে রিচার্জ করে নিন। বলে রাখি, আপনার বাড়ি যদি টোল প্লাজার 20 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে টোল ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়।

অবশ্যই পড়ুন: IPL-র আগেই বিরাট খবর! অধিনায়ক হয়ে গেলেন KKR স্টার বরুণ চক্রবর্তী

উল্লেখ্য, নিত্য যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে বার্ষিক FASTag পাস চালু করেছে সরকার। যার মূল্য 3,000 টাকা (প্রাইভেট গাড়ির ক্ষেত্রে)। এই পরিমাণ অর্থ দিলেই টানা এক বছর গাড়ির মালিকদের আর কোনও রকম টোল দিতে হবে না। কেউ যদি একটি নির্দিষ্ট রুটে ঘন ঘন যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে মাত্র 2,999 টাকাতেই পাস পাওয়া যায়। যা মূলত 1 বছর কিংবা 200 বার ট্রোল ক্রসিংয়ের জন্য বৈধ। বলে রাখা দরকার, এই বার্ষিক পাস NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা হাইওয়ে যাত্রা অ্যাপের মাধ্যমে কেটে নিতে পারবেন।

Leave a Comment