প্রীতি পোদ্দার, কলকাতা: হঠাৎ করেই রোজ নিয়মের ছন্দ পতন! রৌদ্রোজ্জ্বল দুপুরে যাদবপুর স্টেশনে ট্রেন ধরার জন্য হাজির হলেন অভিনেত্রী-সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh), অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এরপর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমজনতার মতোই আড্ডা মারতে মারতে খোশমেজাজে গন্তব্য স্টেশন শিয়ালদায় পৌঁছলেন। এদিকে লক্ষ্মীকান্তপুর লোকালে সায়নীকে দেখে সকলে অবাক। তবে এমনি সেমনি নয়, চোখে ঝকঝকে দামি সানগ্লাস লাগিয়ে বেশ স্টাইল ক্রিয়েট করলেন অভিনেত্রী। কিন্তু জানেন কি এই চশমার দাম কত?
লক্ষ্মীকান্তপুর লোকালে চড়লেন সায়নী
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে গত মঙ্গলবার, দুপুর ২টো ২৭ মিনিটে যাদবপুর স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেছিলেন যাদবপুরের সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষ। তবে তিনি শুধু একা নন, তাঁর সঙ্গী হিসেবে ছিলেন টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সায়নী একটি বেগুনি রঙের সালোয়ার এবং ঝাঁ চকচকে কালো সানগ্লাস পড়ে গেটের রড ধরে দাঁড়িয়ে রীতিমতো বাতাসে চুল উড়িয়ে দিচ্ছিলেন অন্যদিকে চান্দ্রেয়ী ও রামকমলও পাশে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের হাওয়ায় মিশে গেলেন। ট্রেনে যেতে যেতে আবার তিনজনে গান ধরলেন, আড্ডা দিলেন এবং পৌঁছে গেলেন শিয়ালদহ স্টেশনে। আর এই দৃশ্য দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সকলের।
ছবির প্রচারে সায়নী
সাধারণত যেখানে বড় বড় নেতা নেত্রী, আর্টিস্টরা বাড়ির বাইরে নিজেদের গাড়ি ছাড়া বেরোন না, সেখানে দাঁড়িয়ে সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ নিজস্ব গাড়ি ছেড়ে আমজনতার মত ভিড় লোকাল ট্রেনে উঠলেন। শেষ পর্যন্ত জানা গেল তিনি আসলে ছবির প্রচারে নেমেছেন। আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে লক্ষ্মীকান্তপুর লোকাল। যেখানে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তৃণমূল সাংসদকে। এদিকে স্টেশনে ফটোগ্রাফার ও যাত্রীদের ক্যামেরায় মুহূর্তে ফ্ল্যাশের পর ফ্ল্যাশ। আর সেই আলোর ঝটকায় সায়নীর সানগ্লাস যেন আলাদাই সৌন্দর্য তুলে ধরল। আসলে সেই সানগ্লাসটি হল ইতালির একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Dolce & Gabbana। বিদেশি ব্র্যান্ড যখন তখন তো দামও অনেকটাই বেশি। তাই স্বাভাবিকভাবে এই রোদচশমার দাম শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মত অবস্থা হল সাধারণের।
আরও পড়ুন: রেশনে ব্যাপক কারচুপি, খাদ্যশস্যর বদলে পাল্লায় বসছে ইট! বাংলার বুকে ভয়ঙ্কর কাণ্ড
দাম কত সানগ্লাসটির?
ভাইরাল ভিডিওতে সায়নী ঘোষের চোখে থাকা সেই কালো সানগ্লাসটির দাম নাকি প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি। আর ওই Dolce & Gabbana Eyewear-এর মডেলটি DG4448 501/8751 সিরিজ। পুরোপুরি UV প্রোটেকটেড গ্লাস এটি। শুধু তাই নয় এই রোদ চশমাটি নন-পোলারাইজড হলেও স্টাইল আর গ্ল্যামারের মিশ্রণে একেবারে নজরকাড়া। যদিও এই ধরনের দামী জিনিস থাকা বড় বড় সাংসদ, নেতা, নেত্রী এবং আর্টিস্টদের কাছে নতুন নয়, তাই এই দামের কটাক্ষ নিয়ে ট্রোল করেও খুব বেশি মজা নেই নেটিজেনদের।