সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র ৩২ বছর বয়সে প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন এসপিজি কম্যান্ডো সঞ্জীব তোমার (Sanjeev Tomar Death)। তাঁকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপ্রদেশে দেখা গেল অদ্ভুত নীরবতা। হ্যাঁ, এদিন গ্রামবাসীরা অপেক্ষা করছিলেন তাদের দেশের বীর সন্তান সঞ্জীবকে শেষবারের জন্য দেখার। যদিও অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে, তবে তাঁর শেষযাত্রা হয়েছে সম্পন্ন হল রাষ্ট্রীয় মর্যাদাতেই।
অল্প বয়সেই প্রয়াত দেশের বীর সন্তান
দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, যোগী রাজ্যের মোহল্লা মোরি গেটের বাসিন্দা সঞ্জীব তোমার। তিনি চন্দ্রপাল সিংয়ের বড় ছেলে। ২০১৫ সালে তিনি সিআরপিএফ-এ যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে দক্ষতা আর সাহসিকতার ভিত্তিতেই ২০২১ সালে তাঁকে এসপিজি কম্যান্ডোতে নিয়োগ করা হয়। আর এটি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্ব। গত কয়েক বছর ধরেই তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে নিরাপত্তা কর্মী হিসাবে যুক্ত ছিলেন।
তবে জানা যাচ্ছে, স্পাইনাল কর্ড নামের এক গুরুতর রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন বেশ কিছুদিন আগে। অবস্থার অবনতি হলে ২৭ সেপ্টেম্বর তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে শেষ রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত বুধবার তাঁকে মৃত ঘোষণা করা হয় হাসপাতালে তরফ থেকে।
গ্রামে ফিরল নিথর দেহ
এদিকে বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ যখন বাড়িতে পৌঁছয়, তখন পরিবার, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ে। সকলেই তাঁকে শেষবারের মতো দেখার জন্য উদগ্রিব হয়ে পড়ে। সঞ্জীবের শেষ যাত্রা হয় তাঁর পৈত্রিক বাড়ি থেকেই। হাজার হাজার মানুষ এদিন তাঁকে ফুল বর্ষন করে শ্রদ্ধা জানিয়েছিলেন। এমনকি গোটা শহরের প্রধান রাস্তা দিয়ে তাঁর কফিন নিয়ে যাওয়া হয়, আর সেখানে ধ্বনিত হচ্ছিল—”ভারত মাতা কি জয়।”
আরও পড়ুনঃ গুঁড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণে জড়িত জঙ্গি ডাক্তারের বাড়ি
বলে রাখার বিষয়, ২০১৮ সালের সঞ্জীব প্রীতি দেবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাঁদের চার বছরের যমজ সন্তান রয়েছে। মেয়ে নব্যা এবং ছেলে দেবাংশ। কিন্তু দুঃখের বিষয়, খুব অল্প বয়সেই তারা বাবা হারা হল। সঞ্জীবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।