সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগকারীদের জন্য সুখবর। এবার এলআইসি নিয়ে আসলো দারুণ দুটি বিনিয়োগের স্কিম, যেখানে ২ লক্ষ টাকা বিনিয়োগ করলেই মিলবে ১৪,৫০০ টাকা সুদ। হ্যাঁ, আপনি যদি নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদ ও লাভজনক কোনও সংস্থায় রাখতে চান, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প। কারণ, এলআইসির এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিম (LIC Fixed Deposit Scheme) এখন সেরার সেরা রিটার্ন দিচ্ছে।
কোন স্কিমের কথা বলছি আমরা?
সম্প্রতি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন দুটি ফিক্সড ডিপোজিট স্কিম লঞ্চ করেছে। আর সেগুলি হল সঞ্চয় পাবলিক ডিপোজিট স্কিম এবং গ্রিন ডিপোজিট স্কিম। এই দুটি স্কিমে বিনিয়োগকারীরা তাদের চাহিদা এবং সময়কাল অনুযায়ী অর্থ বিনিয়োগ করতে পারে এবং এর থেকে মোটা অংকের টাকা পকেটে ঢোকে। সবথেকে বড় ব্যাপার, সাধারণ নাগরিকদের পাশাপাশি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলিও এখানে বিনিয়োগ করতে পারে।
জানা যাচ্ছে, এই স্কিমে বিনিয়োগকারীরা ২০ হাজার টাকা থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। আর ছয় ধরনের মেয়াদপূর্তির স্ল্যাব রয়েছে, যেখানে প্রতিটি স্ল্যাবে সুদের হার আলাদা আলাদা। তবে এই স্কিমের সবথেকে বড় বৈশিষ্ট্য হল প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.২৫% হারে সুদ পায়, আর বিনিয়োগকারীরা বিনিয়োগের পরিমাণের ৭৫% পর্যন্ত ঋণও পেতে পারে।
সুদের হার কত রয়েছে?
যদি কোনও ব্যক্তি এখানে ১৫ মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে সে ৬.৭৫% সুদ পাবে। যদি ১৮ মাসের জন্য বিনিয়োগ করে সেক্ষেত্রে একই হারে সুদ দেওয়া হবে। কিন্তু ২ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৮০%, ৩ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৮৫%, ৫ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৯০% হারে সুদ পাওয়া যাবে। তবে প্রবীণ নাগরিকরা সমস্ত স্ল্যাবে ৭.৫% হারে সুদ পাবে।
উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তি ৫ বছরের জন্য এখানে মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ করে, তাহলে সে মেয়াদপূর্তিতে ২৭,৯২০ টাকা পর্যন্ত পাবে। যার মধ্যে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৭৯২০ টাকা। এবার আসি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে। যদি প্রবীণ নাগরিকরা এই স্কিমে মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে তার বছরে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ১৪,৫০০ টাকা। হ্যাঁ, আর যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে তো চিন্তামুক্ত। কারণ, বছরে শুধু সুদ থেকেই পকেটে ঢুকবে ৩৭,৫০০ টাকা।
আরও পড়ুনঃ দিল্লি ব্লাস্টে বড়সড় মোড়! মুর্শিদাবাদের পর এবার কোচবিহারে NIA-র হানা
তাই যদি এখন থেকেই বিনিয়োগ নিয়ে চিন্তাভাবনা করে থাকেন এবং ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে এলআইসির এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন এবং প্রতি মাসে মোটা অংকের সুদের টাকা পকেটে ঢোকান। কারণ, এগুলি হতে পারে সেরার সেরা বিকল্প।