বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেনের মাটিতে প্রথম দিন (India Vs South Africa Test) প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোর খাড়া করতে দেয়নি ভারতীয় বোলাররা। ক্রমাগত আক্রমণ শানিয়ে 159 রানে প্রোটিয়াদের গুটিয়ে দেয় ভারত। পরবর্তীতে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে 37 রান তুলেছিল শুভমন গিলের দল। সেই মতোই প্রথম দিনের পাঠ চুকিয়ে দ্বিতীয় দিন সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই মতোই চলছিল কে এল রাহুলদের ব্যাটও। মাঠে নেমে দলের হয়ে বড় স্কোর করার স্বপ্ন দেখেছিলেন অধিনায়ক গিলও। তবে অবাক করা বিষয়, আউট না হওয়া সত্ত্বেও মাত্র 3 বল খেলেই মাঠ ছাড়তে হল তাঁকে।
আউট না হয়েও মাঠ ছাড়লেন গিল
1 উইকেটে 37 রান নিয়েই দ্বিতীয় দিনের লড়াই শুরু করেছিল টিম ইন্ডিয়া। মাঝে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়াশিংটন সুন্দর নামলেও 29 রান করে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। এরপরই দলের হাল ধরতে মাঠ দখল করেন অধিনায়ক শুভমন। তবে শুরুটা করার আগেই শেষ দেখতে হল তাঁকে। অবাক করা বিষয়, দক্ষিণ আফ্রিকার কোনও বোলারই গিলের উইকেট ভাঙেননি। কিন্তু তা সত্ত্বেও মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হল তাঁকে। কিন্তু কেন?
শনিবার, ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ার পর কিছুটা ধাক্কা খেয়েছিল ভারত। তবে শুভমন গিল নামতেই বাড়ে আত্মবিশ্বাস। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন এমন সময় 4 বল খেলতে না খেলতেই আচমকা ঘাড়ে চোট পান ভারতীয় তারকা। এরপরই ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। যার জেরে নট আউট থেকেই শেষ পর্যন্ত মাঠ ছাড়েন শুভমন। এদিকে অধিনায়ক চলে যাওয়ার পর বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছেন ঋষভ পন্থ।
অবশ্যই পড়ুন: সমাধান দিচ্ছে না ফেডারেশন! আনোয়ার ইস্যুতে ফিফা, এএফসির দরজায় মোহনবাগান
উল্লেখ্য, গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বোধ হয় সেটাই টেম্বা বাভুমাদের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। বল হাতে প্রতিপক্ষের একের পর এক উইকেট গুড়িয়ে দিয়ে ঘরের মাঠে সেটাই প্রমাণ করে দেখিয়েছেন টিম ইন্ডিয়ার জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবরা। এখন দেখার ব্যাঠ হাতে প্রতিপক্ষের কাছে কত বড় লক্ষ্য রাখতে পারে ভারতীয় দল।