প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিন ধরেই আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি নিয়ে ঘোর জটলা বেঁধেছে শাসকদলের সঙ্গে বিরোধী গোষ্ঠীর। আর এই আবহেই এবার চিড়িয়াখানার জমি বিক্রি ইস্যুতেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল এক জনস্বার্থ মামলা। গতকাল, বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারীরা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।
জমি বিক্রি নিয়ে গর্জে উঠেছিল শুভেন্দু!
এর আগে আলিপুর চিড়িয়াখানার জমি রাজ্য বেআইনিভাবে যে বিক্রি করে দিতে চাইছে, এই অভিযোগ প্রথম তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার ৫০ কাঠা জমি ১ হাজার কোটি টাকায় বিক্রি করার চেষ্টা চলছে এবং এই অভিযোগের ভিত্তিতে গত জানুয়ারি মাসে রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিলেন বিজেপি। এবার সেই চিড়িয়াখানার জমি বিক্রি নিয়ে মামলা উঠল হাইকোর্টে।
কোন জমি বিক্রির পথে সরকার?
এদিন মামলাকারীদের অভিযোগ ছিল যে আলিপুর চিড়িয়াখানার পাশে একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি এবং একটি স্টাফ কোয়ার্টার রয়েছে। অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা ভাল নয়। তাই সেই জমিই একটি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট আগে এ ব্যাপারে নির্দেশিকা দিয়েছিল। তা হলে কেন সেই নির্দেশিকা অমান্য করে জমি বিক্রি করার অভিযোগ উঠছে?
আরও পড়ুন: TRP কম থাকার জের, বন্ধ হচ্ছে Zee Bangla-র জনপ্রিয় মেগা! হয়ে গেল শেষ শুটিং
দ্রুত শুনানির আর্জি
এছাড়াও মামলাকারীদের আরও অভিযোগ ইতিমধ্যেই রাজ্য সরকার নাকি সেই জমি বিক্রির জন্য টেন্ডারও ডেকেছে। তাই সেক্ষেত্রে এই মামলা জটিল হওয়ার আগে এবং রাজ্য সরকারের জমি বিক্রি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের আগেই বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।