নিলামের আগেই দলবদল! হায়দরাবাদ থেকে মোটা টাকায় মহম্মদ শামিকে কিনল এই টিম

Mohammed Shami LSG with 10 Crore Deal new Trade

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম গড়াবে আগামী 16 ডিসেম্বর, সৌদি আরবে। আর তার আগেই 10 কোটির বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদ থেকে বাংলার পেসার মহম্মদ শামিকে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস (Mohammed Shami LSG)। জানা গিয়েছে, কোনও প্লেয়ারের বদলে নয় বরং একেবারে নগদ টাকা দিয়েই ভারতীয় দলের বহু যুদ্ধ জয়ের কারিগরকে দলে টেনে নিয়েছে LSG ম্যানেজমেন্ট।

LSG তে খেলতে আপত্তি নেই শামির

IPL 2026 এ LSG দলের হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে ভারতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত মহম্মদ শামিকে। ESPN Cricinfo এর রিপোর্ট অনুযায়ী, LSG এবং SRH দুই দলই ভারতীয় তারকার দলবদল নিয়ে সহমত হয়েছে। সমস্ত পক্ষের মতামত গ্রহণের পরই শামিকে 10 কোটির বিনিময়ে কিনে নিল LSG। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে শামি নাকি তাঁর বলিষ্ঠ মহলে জানিয়েছেন, লখনউয়ে খেলতে তাঁর কোনও সমস্যা নেই।

নিলামে যেতে হচ্ছে না শামিকে

আজ হঠাৎ 15 নভেম্বর ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। হায়দরাবাদ থেকে শামিকে মোটা টাকায় কেনার পর আশা করা যাচ্ছে LSG র রিটেনশন তালিকায় দেখা যেতে পারে ভারতের অভিজ্ঞ বোলারের নাম। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই শামিকে যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে উঠতে হচ্ছে না সে কথা বলাই যায়। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ঘরোয়া ক্রিকেটে শামির দুর্ধর্ষ পারফরমেন্স দেখেই তাঁকে দলে টেনে নিল লখনউ।

অবশ্যই পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই বিয়ে করছেন কুলদীপ! চিনে নিন পাত্রীকে

উল্লেখ্য, জাতীয় দলে বহুদিন দেখা নেই মহম্মদ শামির। শেষবারের মতো দেশের জার্সি গায়ে টেস্ট খেলেছিলেন 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এরপর লাল বলের ক্রিকেটে ফের হয়নি আর। তবে চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি গত 9 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর থেকে এই ভারতীয় ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা কার্যত বন্ধই রয়েছে।

Leave a Comment