সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, কাল থেকে দক্ষিণবঙ্গে বদলে যাবে আবহাওয়া! কমবে শীতের দাপট

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ কার্তিক মাসের শেষ শনিবার। বাকি কয়েকদিনের মত আজও ভোরের দিকে শীতের (Weather Update) স্বাদ বজায় ছিল, সঙ্গে ছিল হালকা কুয়াশার দাপট। তবে এবার সেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। জানা গিয়েছে ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল থেকে বাড়তে চলেছে তাপমাত্রা। হাওয়া বদল হতে পারে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও একই অবস্থা থাকবে বলে জানা গিয়েছে।

ফের ঘূর্ণাবর্তের অশনি সংকেত

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রার বড় পরিবর্তন হতে চলেছে। আর এই তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্প। যার নেপথ্যে রয়েছে বাংলাদেশ ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করবে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। যার ফলে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে গরম ও পূবালী হাওয়া বেশি বইবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এই মুহুর্তে দক্ষিণবঙ্গে হালকা ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। সকাল এবং মাঝরাতে হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ এতদিন যেখানে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল এখন সেই পারদ আবার স্বাভাবিকের কাছাকাছি ফিরবে। এমনকি উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১–২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। যার জেরে, দৃশ্যমানতা কিছু এলাকায় ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।

আরও পড়ুন: দিল্লির পর ভয়াবহ বিস্ফোরণ কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে! মৃত ৭, আহত ৩০-র বেশি

উত্তরবঙ্গের আবহাওয়া

ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে। যার ফলে বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনাও বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলেও কুয়াশার এই দাপট কয়েকদিন থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।

Leave a Comment