আজ রিটেনশন, কোন দল কতজন প্লেয়ারকে ছাড়তে পারে? জানুন IPL-র নিয়ম

IPL 2026 Retention know Rules before mini auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে IPL 2026। তার আগে আসন্ন ডিসেম্বরের 16 তারিখ আবুধাবিতে গড়াবে মিনি নিলাম। তবে সেই পর্বে অংশগ্রহণের আগে আজ অর্থাৎ শনিবার নিজেদের ধরে রাখা প্লেয়ারদের তালিকা (IPL 2026 Retention) প্রকাশ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি দল। সেই রিটেনশন তালিকার উপরই নির্ভর করবে আগত IPL নিলাম এবং সেই নিলাম পর্বে দলগুলি প্লেয়ারদের জন্য কত টাকা খরচ করবে সেটাও।

রিটেনশনের নিয়ম সম্পর্কে জানুন

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে সব দল ভাল পারফর্ম করছে তারা যেমন এবছর বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়বে তেমনই গত সিজেনে খারাপ ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের মতো দলগুলিকেও প্লেয়ার ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী, দলগুলি যেসব ক্রিকেটারদের ছেড়ে দেবে তারাই মূলত আসন্ন মিনি নিলামে নামবে। যদিও এক্ষেত্রে একটি দল কতজন ক্রিকেটারকে ধরে রাখবে কিংবা কতজন প্লেয়ারকে ছেড়ে দেবে তার কোনও নির্দিষ্ট সংখ্যা নেই।

হিসেব বলে, একটি দল চাইলে যত খুশি প্লেয়ার ছেড়ে দিতে পারে। তবে ওই একই দল যদি নিজেদের বেশিরভাগ প্লেয়ারকে ধরে রাখে সেক্ষেত্রে নিলামে নামার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তাদের। নিয়ম অনুযায়ী, মিনি নিলামে কোনও রাইট টু ম্যাচ কার্ড নেই। তবে দলগুলিকে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটারকে রাখতেই হবে। সেক্ষেত্রে প্রতি দলে সর্বনিম্ন 18 জন এবং সর্বাধিক 25 জন খেলোয়াড় থাকতে পারে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম বলে, একটি দল সর্বোচ্চ 120 কোটি টাকা নিয়ে প্লেয়ার কিনতে নামতে পারে। সেক্ষেত্রে যে সব প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে তাদের যে অর্থে কেনা হয়েছিল সেই অর্থ জুড়ে যাবে দলটির খাতায়। এক কথায়, একটি দল যত বেশি ক্রিকেটার ছেড়ে দেবে ততই বেশি অর্থ নিয়ে তারা নিলামে নামতে পারবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কলকাতা নাইট রাইডার্স যদি তাদের 21 জন ক্রিকেটারকেই ধরে রাখে তবে তাদের কাছে বেঁচে থাকবে মাত্র 5 লক্ষ টাকা। এই অর্থ দিয়ে নিলামে অংশ নেওয়া সম্ভব নয়। বাকি দলগুলির ক্ষেত্রেও নিয়মটা একই। কাজেই নিলামে নামতে হলে কলকাতা বা অন্য দলগুলিকে ক্রিকেটার ছাড়তেই হবে।

অবশ্যই পড়ুন: ১৬,০০০ ফুট উচ্চতায় বিরাট কীর্তি ভারতীয় সেনার, অরুণাচলে তৈরি হল মনোরেল

নিলামের আগে পর্যন্ত চলতে পারে ক্রিকেটার অদল বদল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, একটি দল তাদের রিটেনশন তালিকা প্রকাশ করার পরই যে নিলামের আগে প্লেয়ার কিনতে পারবে না এমনটা একেবারেই নয়। একটি দল নিলাম শুরু হওয়ার আগে পর্যন্ত অন্যান্য দলগুলির সাথে প্লেয়ার অদলবদল করে নিতে পারবে। অর্থাৎ একটি দল তাদের একজন প্লেয়ার দিয়ে অন্য একদল থেকে আরেকজন প্লেয়ারকে টেনে নিতে পারবে। এছাড়াও শুধুমাত্র নগদ টাকা দিয়েও অন্য একটি দলের কাছ থেকে প্লেয়ার কিনে নেওয়ারও নিয়ম রয়েছে। তবে এক্ষেত্রে, প্লেয়ার কেনাবেচার বিষয়ে দুইদলের সহমত থাকতে হবে।

Leave a Comment