প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: বহু ঝামেলা ঝঞ্ঝাট এবং SIR বিতর্কের মাঝেই গতকাল অর্থাৎ শুক্রবার, বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে। এবার পালা বাংলার। বছর ঘুরতেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এদিকে নির্বাচন হওয়ার আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রাক নির্বাচন দ্বন্দ্ব। বিভিন্ন জায়গায় চলছে বোমাবাজি, যার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ (Murshidabad)। এবার সেই এলাকায় বোমা উদ্ধার নিয়ে বড় আপডেট দিল পুলিশ।
চাঞ্চল্যকর পোস্ট পুলিশের
আজ অর্থাৎ শনিবার, মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেই পোস্টে জানানো হয়েছে, “ মুর্শিদাবাদে দুষ্কৃতিবিরোধী অভিযানে ৭ দিনে উদ্ধার হয়েছে ১০০০ সকেট বোমা, এবং গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। মুর্শিদাবাদে নানা কারণে বোমাবাজির ইতিহাস বেশ কয়েক দশকের। নানা তুচ্ছ কারণে বোমাবাজির ঘটনা বেশ কয়েক দশক ধরেই জেলার শান্তিপ্রিয় মানুষ ও প্রশাসনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদে বোমাবাজির এই ‘কালচার’ সমূলে উৎখাত করতে জেলা পুলিশের তরফে সম্প্রতি শুরু হয়েছে জেলা জুড়ে ব্যাপক দুষ্কৃতিদমন অভিযান।”
উদ্ধার ১০০০ সকেট বোমা
এক্স হ্যান্ডেলের পোস্টে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, “বিগত বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠে আসছে যে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হচ্ছে বোমা। আর তাই দুষ্কৃতিদমন অভিযান করতেই সেখান থেকে বোমা উদ্ধার করার জন্য ব্যবহার করা হচ্ছে একাধিক ড্রোন, স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর। এছাড়াও একটি বিশেষ হেল্পলাইনও চালু হয়েছে জেলা পুলিশের তরফে, যেখানে সাধারণ মানুষ বোমা সংক্রান্ত যে কোনও গোপন খবর জানাতে পারবেন নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে। আর সেই উদ্যোগে বেশ সাড়া মিলেছে। গত ৭ দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ১০০০ সকেট বোমা। এবং গ্রেফতার হয়েছে ২০ জন দাগী দুষ্কৃতি।”
আরও পড়ুন: বক্সারের বিধায়ক বাংলায় ছেলে! বিহার নির্বাচনে বড় জয় উত্তরপাড়ার আনন্দর
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার হিজল অঞ্চলে বাঘ আছড়া গ্রামের মাঠ থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। ৬২টি তাজা বল বোমা উদ্ধার করা হয়েছিল, যদিও সেগুলি পরে নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের রানিনগরের সিসাপাড়া এলাকা থেকেও ১৩টি সকেট বোমা উদ্ধার করেছিল রানিনগর থানার পুলিশ। এছাড়াও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দু’টি নাইলনের ব্যাগ থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়েছিল। দ্রুত সেই বোমা গুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছিল বম্ব স্কোয়াড কর্মীদের। আর এবার সেই নিয়ে বিরাট তথ্য প্রকাশ্যে আনল মুর্শিদাবাদ জেলা পুলিশ।