সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সড়ক ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। বাংলার বিভিন্ন রাস্তাঘাটের একটা জিনিস খুব কমন, আর সেটা হল যানজট। কলকাতা শহর সহ বাংলার এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অফিস টাইমের পাশাপাশি অন্যান্য সময়েও যানজট লেগেই থাকে। এর ফলে মহাবিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে আর চিন্তা নয়, এর কারণ শহরে যানজট কমাতে একগুচ্ছ নতুন রাস্তা (New Road In Kolkata) তৈরির ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পাইপলাইনে। চলুন আরও বিশদে জেনে নেবেন ঝটপট।
যানজট কমাতে একগুচ্ছ রাস্তা তৈরির পরিকল্পনা রাজ্যের
কলকাতা পৌর কর্পোরেশনের (কেএমসি) সড়ক বিভাগ ইতিমধ্যেই শহরের ছয়টি রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করেছে। অপরদিকে কলকাতা পুরসভা বড়সড় সড়ক উন্নয়ন পরিকল্পনায় সিলমোহর দিল। সম্প্রতি পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মূলত সমীক্ষা বিভাগের রিপোর্টের ভিত্তিতেই শহরের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন রাস্তা তৈরির উদ্যোগী হচ্ছে পুরসভা। সংশ্লিষ্ট রিপোর্ট ইতিমধ্যেই শীর্ষ আধিকারিকদের হাতে পৌঁছেছে এবং মেয়র পরিষদের বৈঠকেও তা অনুমোদন পেয়েছে। এখন ধাপে ধাপে শুধু কাজ শুরুর অপেক্ষা।
আরও পড়ুনঃ বিরাট আবিষ্কার DRDO-র! এবার সমুদ্রে লুকিয়ে থাকা মরণফাঁদ ধরা পড়বে এক পলকেই
এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় কোথায় নতুন রাস্তা নির্মাণ করা হবে? বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে চায়না টাউনের ভিতরে একটি ৮০ ফুট চওড়া নতুন রাস্তা নির্মাণ করা হবে। চায়না টাউনের ঐতিহ্যবাহী গেট ভাঙা হবে না, রাস্তার নকশা গেট অক্ষত রেখেই তৈরি করা হবে। পুরসভা জানিয়েছে, দক্ষিণ কলকাতায় রাসবিহারীর পণ্ডিতিয়া রোডের একটি বাই লেন ৩০ ফুট চওড়া করা হবে। পাশাপাশি, মিলন মেলা প্রাঙ্গণের পশ্চিম দিকে নতুন ৩০ ফুট চওড়া রাস্তা তৈরির অনুমোদন মিলেছে। এই রাস্তা সায়েন্স সিটি হয়ে পার্ক সার্কাস কানেক্টরে গিয়ে মিলবে। কসবার নোনাডাঙা অঞ্চলে ইএম বাইপাসের উপর একটি বেসরকারি স্কুলের সামনে থেকে অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে খালপাড় বরাবর যে রাস্তা রয়েছে, সেই দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটিকে ৮০ ফুট চওড়া করা হবে। বর্তমানে এই রাস্তা সরু, ফলে বাইপাস-সংলগ্ন এই গুরুত্বপূর্ণ করিডরে যানজট নিত্যদিনের সমস্যা।
কী বলছে পুরসভা?
এই পরিকল্পনা প্রসঙ্গে পুরসভার রাস্তা বিভাগের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘শহরে জনবসতি ও যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে। কিন্তু রাস্তার সংখ্যা বা চওড়ায় তেমন বৃদ্ধি হয়নি। যেখানে সড়ক উন্নয়নের সুযোগ রয়েছে, সেখানে পূর্ণাঙ্গ সমীক্ষার ভিত্তিতে নতুন রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর পাশাপাশি বাইপাসেরই মঠেশ্বরতলায়, ১০৯ নম্বর ওয়ার্ডের চকগড়িয়া এলাকায় কাজ হবে। অন্যদিকে একটি বেসরকারি হাসপাতাল থেকে একটি বহুতল আবাসিক কমপ্লেক্স পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এবং ২০ ফুট চওড়া রাস্তা নির্মাণ করা হবে। জীবনানন্দ সেতুর নীচে সেলিমপুর রোডের সঙ্গে যুক্ত করার জন্যও একটি নতুন ৩০ ফুট চওড়া রাস্তা তৈরি হবে। উত্তর-পূর্ব কলকাতায় বেলেঘাটা অঞ্চলের চাপ কমাতে ক্যানাল সাউথ রোডকে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া করার পরিকল্পনা রয়েছে। চাউলপট্টি রোডও ৩০ থেকে ৪০ ফুট চওড়া করার প্রক্রিয়া শুরু হবে।