বর্তমানে ২০২৪ সাল চলছে। আর এই ২০২৪ সাল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বছরই ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মোট ৭ দফায় গোটা দেশজুড়ে ভোট উৎসব পালন হবে। ৪ঠা জুন ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। সেই দিনই ঠিক হবে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে? নাকি জোট সরকার দিল্লির মসনদে বসবে।
ইতিমধ্যে শাসক থেকে বিরোধী, প্রতিটা দলই লোকসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছে। সব দলের তরফ থেকেই ভোটার তথা দেশবাসীদের ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আর এরই মধ্যে নিজেদের ইস্তেহার প্রকাশও করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। আজ বাংলা নববর্ষের শুভ দিনে বিজেপি নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে। আর সেই ইস্তেহারে নানান প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
দেখুন কী কী প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি
- বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের যুবক-যুবতীদের আশা পূরণ করা হবে, আরও কর্মসংস্থানের পথ খোলা হবে।
- দেশে আরও স্টার্টআপ খুলতে সাহায্য করা হবে।
- আয়ুষ্মান ভারতের অধীনে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে
- দেশজুড়ে তিন কোটি বাড়ি তৈরি করা হবে।
- আগামী ৫ বছর দেশজুড়ে বিনামূল্যে রেশন প্রদান করা হবে।
- সস্তা হবে গ্যাস সিলিন্ডার
- বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে গ্যাস।
- বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে দেশের দরিদ্র ও নিম্নবর্গের মানুষদের।
- লাখপতি দিদি যোজনার আওতায় আরও ৩ কোটি মহিলাদের যুক্ত করা হবে।
- দেশজুড়ে লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড।
- ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণদের আয়ুষ্মান যোজনার আওতায় আনা হবে।