KKR-র হাতে সবথেকে বেশি, কম মুম্বইয়ের! IPL 2026-এ কোন দলের হাতে কত টাকা?

IPL 2026 Auction MI has the minimum purse before IPL auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেউ আস্থা রেখেছে পুরনো ক্রিকেটারে, কেউ বহু পুরনো সঙ্গীকে অবশেষে ছেড়ে দিয়েছে। এসব নিয়েই শনিবার গড়াল IPL 2026 এর রিটেনশন। প্রকাশিত হল দশ দলের খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা। এবার লক্ষ্য IPL 2026 এর মিনি নিলাম (IPL 2026 Auction)। যা অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর, আবুধাবিতে। যেই দল যত বেশি ক্রিকেটার ছেড়েছে, তারা তত বেশি অর্থ নিয়ে নিলামের আসরে পা রাখবে। সেই দৌড়ে যদিও এগিয়ে রয়েছে শহরের দল কলকাতা নাইট রাইডার্স। এক নজরে দেখে নিন কোন দল মোট কত অর্থ নিয়ে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে ঝাঁপাবে।

কলকাতা নাইট রাইডার্স

এবছর IPL 2026 এর রিটেনশন তালিকা প্রকাশ করে বড় চমক দিয়েছে KKR। ছেড়ে দিয়েছে 11 বছর ধরে দলে থাকা পুরনো সঙ্গী আন্দ্রে রাসেলকে। যার জেরে 12 কোটি ঢুকেছে নাইটদের পার্সে। এছাড়াও গত সিজনে সবচেয়ে বেশি দাম দিয়ে কেনা 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারকেও আর দলে রেখে খামোখা মায়া বাড়ায়নি শাহরুখ খানের KKR। এছাড়াও অন্যান্য একাধিক নামকরা মুখেদের ছেড়ে দিয়ে এই মুহূর্তে 64.3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছে নাইট ফ্রাঞ্চাইজি। সেটাই তাদের এবারের নিলামের পুঁজি।

চেন্নাই সুপার কিংস

সকলকে অবাক করে পুরনো সঙ্গী রবীন্দ্র জাদেজাকে রাজস্থানে পাঠিয়ে সেখান থেকে সঞ্জু স্যামসনকে দলে টেনেছে মহেন্দ্র সিং ধোনির CSK। সেই সাথে রাচিন রবীন্দ্র, দীপক হুডা, স্যাম কারেনদের মতো একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে 43.4 কোটি টাকা পার্সে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। সেটাই তাদের এবারের নিলামের মূলধন।

মুম্বই ইন্ডিয়ান্স

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে বেশি ক্রিকেটার ধরে রেখেছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। যেসব ক্রিকেটারের দাম কোটি টাকারও বেশি তেমন কোনও ক্রিকেটারকে ছাড়েনি এই দল। ছাড়া হয়েছে লিজাড উইলিয়ামস, রিচি টপলি এবং বিগ্নেশ পুথুরের মতো বেশ কয়েকজন প্লেয়ারকে। যার ফলে তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে কম বাজেট হিসেবে 2.75 কোটি টাকা রয়েছে।

দিল্লি ক্যাপিটালস

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে জেক ফ্রেজার ম্যাকগার্কের মতো 9 কোটির প্লেয়ারকে ছাড়ার পাশাপাশি ফ্যাপ ডুপ্লেসির মতো বড় মাপের ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দিল্লি। যার জেরে এই মুহূর্তে রাজধানীর দলটির কাছে 21.18 কোটি টাকা রয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গতবার 18 বছরের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ফাইনাল জয়ের স্বাদ পেয়েছিল বিরাট কোহলির বেঙ্গালুরু। সেই সূত্রে চ্যাম্পিয়ন টিমের অনেককে রেখে দিয়েছে তারা। তবে অবাক করা বিষয় লিয়াম লিভিংস্টোনের মতো বড় মাপের ক্রিকেটার জায়গা পায়নি বেঙ্গলুরুর ধরে রাখা ক্রিকেটারদের তালিকা। এর জন্য অবশ্য 8 কোটি 75 লাখ টাকা বাঁচিয়েছে তারা। সর্বসাকুল্যে আসন্ন নিলামের জন্য RCB দলের কাছে রয়েছে 16.4 কোটি টাকা।

অবশ্যই পড়ুন: বন্দে ভারতের চাকা বানাবে TATA স্টিল? জবাব দিলেন সিইও

অন্যান্য দলগুলির কাছে কত?

বেঙ্গালুরুর পাশাপাশি রাজস্থানের কাছে আসন্ন নিলামে নামার জন্য রয়েছে 16.5 কোটি, গুজরাতের কাছে রয়েছে 12.9 কোটি, সঞ্জীব গোয়েঙ্কর LSG র কাছে 22.95 কোটি, সানরাইজার্স হায়দরাবাদের কাছে 25.5 কোটি এবং পাঞ্জাব কিংসের কাছে এই মুহূর্তে 11.5 কোটি টাকা রয়েছে নতুন প্লেয়ার কেনার জন্য। বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি দলই এক বা একাধিক স্টার প্লেয়ারকে ছেড়ে দিয়েছে।

Leave a Comment