সহেলি মিত্র, কলকাতা: এবার উত্তরপ্রদেশে বড় দুর্ঘটনা ঘটে গেল। শনিবার উত্তর প্রদেশের সোনভদ্র জেলার বিল্লি মারকুন্ডি এলাকায় একটি বড় দুর্ঘটনা (Mine Collapse in Uttar Pradesh) ঘটে। জানা গিয়েছে, খনিতে কাজ করার সময় দেওয়ালের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। দুর্ঘটনায় ২ জন শ্রমিক মারা গেছেন , এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটি আমলে নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
খনি ধসে মৃত কমপক্ষে ২
জানা গেছে, সোনভদ্র জেলার ওবরা থানা এলাকার বিল্লি মারকুন্ডি খনি এলাকায় অধ্যাপক দিলীপ কেশরী এবং মাকসুদন সিং-এর মালিকানাধীন খনির অংশ কৃষ্ণা মাইনিং ওয়ার্কসে এই দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, এখনও পর্যন্ত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।
এই ঘটনা সম্পর্কে বড় তথ্য দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট বিএন সিং। তিনি বলেন, “আমরা তথ্য পেয়েছি যে পাথর খনির ধসে পড়া দেয়ালের ধ্বংসাবশেষের নিচে কিছু লোক আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ এবং এসডিআরএফ দল পৌঁছাচ্ছে… এর পেছনের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা হবে।”
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে অনেকটাই দরপতন সোনা, রুপোর! দেখুন আজকের রেট
কীভাবে দুর্ঘটনা ঘটল?
জানা গেছে যে, সেই সময় খনিতে সাতটি ড্রিল মেশিন একসাথে কাজ করছিল, প্রতিটি মেশিনে কমপক্ষে দুজন করে শ্রমিক ছিলেন। খননের সময়ে খনির দেয়াল থেকে হঠাৎ ধ্বংসাবশেষ খসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান । অন্ধকারের কারণে উদ্ধারকাজে কিছুটা দেরি হয়েছে, তবে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারকাজ শুরু করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতদের মধ্যে করমসারার বাসিন্দা সন্তোষ এবং ইন্দ্রজিৎ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে ভারী বিস্ফোরণের ফলে পাথর ফাটল ধরে এবং পড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
#WATCH | Sonbhadra, UP | Visuals from the spot where around 15 people are feared trapped after a stone mine collapsed yesterday in Sonbhadra. NDRF and SDRF teams are at the spot. One body has been recovered. Rescue operations are underway.
(Source: NDRF) pic.twitter.com/0l7E4JL3kc
— ANI (@ANI) November 16, 2025