বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুবার ভারতীয় দলের কঠিন সময়ে ত্রাতা হয়েছেন তারকা পেসার মহম্মদ সিরাজ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি ইডেন টেস্টেও (India Vs South Africa Test) তিনি একই ভঙ্গিমায় প্রতিপক্ষের উইকেটে দখল জমিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইডেন টেস্টের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে 153 রানে গুটিয়ে দেওয়ার ইনিংসে মাত্র 2 ওভার বল করেই 2টি উইকেট তুলেছেন উত্তরপ্রদেশের DSP। তবে মাত্র দু ওভার বল করে 2 উইকেট নেওয়া ছাড়াও আরও এক বিরল কীর্তি গড়েছেন সিরাজ। প্রোটিয়া ব্যাটারকে বল ছুঁড়তে গিয়ে উইকেট নেওয়ার পাশাপাশি দু খন্ড করে দিয়েছেন স্টাম্প।
উইকেট ভাঙলেন সিরাজ
সাধারণত বল স্টাম্পে লাগলেই সেটাকে পোশাকি ভাষায় উইকেট ভাঙা বলা হয়। তবে ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের উইকেট আদতেই ভেঙে দেখালেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন ব্যাট করছিলেন সাইমন হারমার। বল হাতে তাঁর দিকে ছুটে আসেন সিরাজ। একেবারে আক্রমনাত্মক ভঙ্গিতে স্টাম্পে রাখেন বলটি। আর তাতেই স্টাম্প উড়ে যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের।
তবে এখানেই শেষ নয়, সাইমনকে বল ছুঁড়ে তার স্ট্যাপ ওড়ানোর পাশাপাশি স্ট্যাম্প বা উইকেট দন্ডটিকে বলের আঘাতে একেবারে দু খণ্ড করে ছেড়েছিলেন সিরাজ। যা দেখে একেবারে তাজ্জব হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। যেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ভিডিওটি চাক্ষুষ করার পর এক প্রকার চোখ কপালে উঠেছে নেট নাগরিকদেরও।
Siraj Breaks the Off Stump🔥 pic.twitter.com/zv1sRK0QTC
— Haydos🛡️ (@GovindIstOdraza) November 16, 2025
অবশ্যই পড়ুন: নদীর ধারে স্ত্রীর গলাকাটা দেহ, অদূরে গাছে ঝুলছে স্বামী! রোমহর্ষক ঘটনা শিলিগুড়িতে
উল্লেখ্য, ইডেন টেস্টের লড়াইটা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার 159 রানের ইনিংস দিয়ে। পরবর্তীতে সেই লক্ষ্যের জবাবে 189 রান তোলে ভারত। প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৃতীয় দিনে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের সামনে একেবারে কোনঠাসা হয়ে 10 উইকেট হারিয়ে 153 রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই মতোই চলতি টেস্টের হিসেবে এই মুহূর্তে 124 রানের লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে ভারতীয় দল।