জাদেজার সাথে সম্পর্ক ভাল নেই ধোনির! CSK থেকে জাড্ডুর বাদ পড়ার কারণ কী সেটাই?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে শনিবার, নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে IPL এর দশ দল। কেউ একাধিক ব্যর্থতা নিয়ে পুরনো সঙ্গীদের ছেড়ে দিয়েছে, কেউ আবার বহুযুদ্ধ জয়ের কারিগরদের প্লেয়ার ধরে রাখার তালিকায় জায়গা দিয়েছে। এমতাবস্থায়, অন্যান্য দলগুলির মাঝে রিটেনশন তালিকার থেকেও সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে চেন্নাই সুপার কিংস থেকে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja CSK) চলে যাওয়া। বলাই বাহুল্য, ইতিমধ্যেই কথা মতো জাদেজা এবং স্যাম কারেনের বিনিময়ে টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে টেনেছে CSK ম্যানেজমেন্ট। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন সঞ্জুর জন্য জাদেজাকে ছাড়ল তারা? শোনা যাচ্ছে, ধোনির কথাতেই নাকি জাড্ডুকে বিদায় দিয়েছে চেন্নাই!

ধোনির পরামর্শেই জাদেজাকে ছেড়েছে CSK?

ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছাড়ার আগে নাকি মহেন্দ্র সিং ধোনির পরামর্শ নিয়েছিল চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, দলের ট্রেড নিয়ে জাদেজার সাথে নিজেও কথা বলেছিলেন মাহি। শোনা যাচ্ছে, সেই আলোচনায় নাকি এও উঠে এসেছিল নুর আহমেদ যদি চেন্নাই সুপার কিংসে নিজের জায়গা ধরে রাখেন, তবে অনেক ক্ষেত্রে প্রথম একাদশে জায়গা পাওয়াটা জাদেজার জন্য কষ্টকর হবে। এমতাবস্থায়, জাড্ডুকে ড্রপ করাও হতে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সাথে কথা বলার পরই নাকি দলের বাণিজ্যিক স্বার্থে কোনও দ্বিমত করেননি জাদেজা। সঞ্জুর বদলে রাজস্থানে চলে যাওয়ার বিষয়ে সহমত হয়েছিলেন তিনি। সেটাও জানিয়েছিলেন ক্যাপ্টেন কুলকে। আর তারপরই চেন্নাই থেকে সরে পুরনো দল রাজস্থানে ফিরতে হল জাদেজাকে। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, কেন জাদেজাকে দল থেকে ছেড়ে দেওয়ার পরামর্শ বা সেই সিদ্ধান্তে সায় দিলেন মাহি? এ প্রসঙ্গে ধোনি মুখ না খুললেও সবটাই যে চেন্নাই সুপার কিংসের স্বার্থের কথা মাথায় রেখে করা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

অবশ্যই পড়ুন: রবিবার সকাল হতেই খারাপ খবর! ইডেন টেস্টে আর খেলবেন না শুভমন, জানাল BCCI

উল্লেখ্য, হঠাৎ জাদেজাকে দল থেকে ছেড়ে দেওয়া প্রশ্ন তুলছেন ক্রিকেট মহলের অনেকেই। সম্প্রতি এ প্রসঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক দলের সিইও বলেন, “চেন্নাইয়ের সাথে জাদেজার সম্পর্ক আজকের নয়। বহুদিন এই দলটার খারাপ ভালতে ছিলেন তিনি। তাহলে কীভাবে এমন একজন পুরনো প্লেয়ারকে ছেড়ে দেওয়া যায়! ধোনি অবসরের একেবারে দ্বারপ্রান্তে! তাহলে পরবর্তীতে CSK এর মুখ কে হবেন?” এদিন জাদেজাকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ধোনির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি! প্রশ্ন ওঠে, তাহলে কি জাদেজার সাথে সম্পর্ক ভাল নয় মাহির! তাই কি তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সহমত হলেন তিনি? আপাতত সেই উত্তর অধরা।

Leave a Comment