শেষমেষ কি তাহলে SIR এ মান্যতা পাচ্ছে আধার কার্ড? জানিয়ে দিল নির্বাচন কমিশন

SIR Aadhaar Card Election Commission of India statement on Aadhaar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশজুড়ে এখন SIR আবহ। পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর ঠিক সেই পরিস্থিতিতে আমজনতার মুখে একটাই প্রশ্ন, আধার কার্ড কেন নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য হবে না? এ নিয়ে এবার এল নতুন আপডেট (SIR Aadhaar Card)। আধার কার্ড কি আদৌ নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে চলেছে? জানালো খোদ নির্বাচন কমিশন।

SIR এ মান্যতা পেতে চলেছে আধার?

পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্য মিলিয়ে কমপক্ষে 51 কোটি ভোটারদের নিয়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR এর দ্বিতীয় ধাপের কর্মসূচি। আর ঠিক সেই আবহে, আধার কার্ড নিয়ে মুখ খুলেছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে একেবারে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড নাগরিকদের পরিচয়ের প্রমাণপত্র হিসেবে গণ্য হবে। তবে এই আধার কারও নাগরিকত্ব প্রমাণ করে না। অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ডকে গণ্য করা হচ্ছে না।

TV 9 এর এক প্রতিবেদন অনুযায়ী, আদালতের কাছে হলফনামা জমা দিয়ে নির্বাচন কমিশন একেবারে খোলাখুলি জানিয়েছে, “আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই গণ্য করা হবে। নির্বাচনী তালিকায় সংযোজনের ক্ষেত্রে এটি কোনও প্রমাণপত্র নয়। এই নথি নাগরিকত্ব প্রমাণ করে না। জনপ্রতিনিধিত্ব আইনের 23(4) ধারায় একেবারে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, আধার কার্ড নাকি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই ব্যবহার করা যায়।”

বলাই বাহুল্য, শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশটিও উল্লেখ করা হয়েছে। যেই নির্দেশে সুপ্রিমকোর্ট জানিয়েছিল, ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার ক্ষেত্রে আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসেবেই ব্যবহার করা হবে।

অবশ্যই পড়ুন: স্ট্যাম্প দু খন্ড করলেন সিরাজ, তাজ্জব দক্ষিণ আফ্রিকা! ভিডিও ভাইরাল

উল্লেখ্য, গত অক্টোবরের 27 তারিখ দেশের 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, কেরল, রাজস্থান, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া ও পুরুচেরীর মতো জায়গাগুলিতে SIR প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। সেই মতোই বাংলা সহ নির্বাচন কমিশনের তরফে উল্লিখিত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘু

Leave a Comment