এড়ানো গেল না পরাজয়, ইডেনের বুকে প্রথম টেস্ট জিতে ভারতকে ক্ষমতা দেখাল দক্ষিণ আফ্রিকা

India Vs South Africa Test India lost to South Africa in first test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার তৈরি হওয়া ছবিটা, বদলে গেল রবিবার। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার সামনে (India Vs South Africa Test) হার এড়াতে পারল না ভারত। শুরুটা বিশ্বজয়ীদের অল্প রানে রুখে দিয়ে হলেও অধিনায়ক শুভমন গিলকে ছাড়াই শেষটা অশুভ থেকে গেল টিম ইন্ডিয়ার। তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের পর জিততে হলে ভারতকে করতে হতো 124। কিন্তু প্রতিপক্ষের বোলিং বিভাগ তার অনেক আগেই থামিয়ে দিল ভারতীয়দের।

ফের কামাল দেখালো দক্ষিণ আফ্রিকার বোলাররাই

শুক্রবার, সিরিজের প্রথম টেস্ট গড়িয়েছিল ইডেনে। টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিল ভারতীয় দল। তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকাকে রুখে দিতে বেশি সময় লাগেনি টিম ইন্ডিয়ার। এদিন জাতীয় দলের দাপুটে বোলারদের ক্রমাগত আক্রমণের সামনে কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত 159 এ গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে প্রতিপক্ষের সেই রানের উপর নিজেদের রানের ভার চাপাতে মাঠে নামে ভারত।

টেস্টের প্রথম দিন, 37 রানে 1 উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় দিন শুরুটা দাপটের সাথে করার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি ভারতীয় ব্যাটিং অর্ডারের দুর্বলতায়। এদিন ব্যাট হাতে দলের জন্য বড় রান করার স্বপ্ন দেখেছিলেন কে এল রাহুল। তবে প্রতিপক্ষের বোলিং আক্রমণ সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। এছাড়াও মাঝে অধিনায়ক গিলের চোট পাওয়া থেকে শুরু করে একের পর এক উইকেট হারিয়ে একেবারে ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়া। তাতে শেষ পর্যন্ত 189 এ ইনিংস ঘোষণা করে তারা। জবাবে তৃতীয় দিন 153 করেই ভারতকে আটকে দেওয়ার সব রকম চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত সেই চেষ্টাতেই সফল হল তারা।

অবশ্যই পড়ুন: শেষমেষ কি তাহলে SIR এ মান্যতা পাচ্ছে আধার কার্ড? জানিয়ে দিল নির্বাচন কমিশন

রবিবার, দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দাপিয়ে খেলতে চেয়েছিল অধিনায়কহীন ভারতীয় দল। তবে খেলা শুরু হতেই ধরা পড়ল ভিন্ন চিত্র। প্রথম থেকেই একেবারে দুর্ভাগ্য নিয়ে একের পর এক উইকেট হারাতে থাকল ভারত। যশস্বী জয়সওয়াল এবং কেল রাহুল দুই ওপেনারই যথাক্রমে শূন্য এবং 1 রানে আউট হওয়ায় পর বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। এরপর মাঠে নেমে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা কিছুটা আশার আলো দেখালেও প্রতিবার তা ক্ষীণ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সবশেষে, দাবানলের গুলিতে ভারতের উইকেট ফেলে চলতি সিরিজের প্রথম টেস্ট পকেটস্ত করল লাল বলের ক্রিকেটে এক সময় চোকার্স তোকমা নিয়ে থাকা দলটি।

Leave a Comment