বিক্রম ব্যানার্জী, কলকাতা: 11 বছর পর প্রথমবারের জন্য ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাঁকে সবচেয়ে বেশি অর্থ দিয়ে বিশ্বাস, ভরসায় বুক বেঁধেছিল নাইট ম্যানেজমেন্ট, সেই 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার আর নেই নাইট শিবিরে। বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি কক থেকে শুরু করে ইংলিশ তারকা মঈন আলি, আফগান উইকেট কিপার ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ থেকে শুরু করে বহু পরিচিত মুখ। এক কথায় একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি অর্থ নিয়ে আসন্ন নিলামে নামতে চলেছে KKR। তবে প্রশ্ন হল, IPL 2026 এর নিলাম আসরে (KKR IPL 2026 Auction) কোন প্লেয়ারদের টার্গেট করবে কলকাতা?
IPL 2026 নিলামে কাদের দলে নিতে পারে KKR?
প্রথমেই বলে রাখি, কুইন্টন ডিকক, গুরবাজকে ছেড়ে দেওয়ার কারণে এই মুহূর্তে কলকাতার নাইট রাইডার্সের কাছে ভাল বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান নেই। কাজেই নতুন সিজনে নামার আগে শাহরুখ খানের দলকে প্রথমেই একজন দক্ষ উইকেট কিপার এবং ব্যাটসম্যানকে খুঁজতে হবে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সেক্ষেত্রে IPL এর নিলাম টেবিলে নাইট মানেজমেন্টের নজর থাকতে পারে ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান টম ব্যান্টনের দিকে। না বললেই নয়, ইংল্যান্ডের এই ক্রিকেটার উইকেট কিপিং করার পাশাপাশি একজন দক্ষ ওপেনারও। কাজেই নাইট শিবিরে ভরসা জোগাতে পারেন তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান জশ ইংলিশের দিকেও নজর থাকবে KKR এর।
গত সিজনে বাঁ হাতি অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সর জনসনকে 2 কোটি 80 লাখে কিনে আশায় বুক বেঁধেছিল নাইট ম্যানেজমেন্ট। তবে টুর্নামেন্ট গড়ানোর সাথে সাথে সেই আশা হতাশায় পরিণত হয়। IPL 2025 সিজনে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনসন। কলকাতার হয়ে 4 ম্যাচে অংশ নিয়েও তুলতে পেরেছিলেন মাত্র 1টি উইকেট। তাই আসন্ন সিজনের আগেই তাঁকে বিদায় দিয়েছে KKR। বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়াও। কাজেই এবারের নিলামে দু একজন দক্ষ পেসারকে খুঁজবে নাইট ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে KKR এর পছন্দের তালিকায় প্রথমেই নাম উঠতে পারে ইংল্যান্ডের লিউক উডের। টি-টোয়েন্টিতে 199 ম্যাচ খেলে 210টি উইকেট তুলেছেন এই বোলার। এছাড়াও আরও একজন বিদেশি পেসারে চোখ থাকবে KKR এর।
দীর্ঘদিনের সঙ্গী, বহু যুদ্ধজয়ের কারিগর আন্দ্রে রাসেলকে শেষ পর্যন্ত গতকাল ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একটা সময় যেই তারকা অলরাউন্ডার KKR এর জার্সি গায়ে 22 গজে ঝড় তুলেছিলেন, তাঁকেই আর নাইট শিবিরে দেখা যাবে না, যা মেনে নিতে পারছেন না ভক্তদের অনেকেই। যদিও নিলাম টেবিল থেকে এই ক্যারিবিয়ান তারকাকে কম টাকায় কেনার সুযোগ থাকবে KKR এর। তবে বেশ কয়েকটি রিপোর্ট বলছে, রাসেলের বিকল্প হিসেবে একজন দক্ষ অলরাউন্ডারের আসনে অস্ট্রেলিয়ান স্টার ক্যামেরুন গ্রিনকে বসাতে পারে KKR। এছাড়া ওপেনিং সল্ট এ গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিক্রিত থাকা পৃথ্বী শ-কে তুলনামূলক কিছুটা কম টাকায় কিনে নিতে পারে KKR। কেননা সাম্প্রতিককালে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: শেষমেষ কি তাহলে SIR এ মান্যতা পাচ্ছে আধার কার্ড? জানিয়ে দিল নির্বাচন কমিশন
উল্লেখ্য, একাধিক নামকরা মুখকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে 13টি স্লট ফাঁকা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে নিলাম টেবিল থেকে দক্ষ স্টার ক্রিকেটারদের কিনতে অর্থের চিন্তা করতে হবে না নাইট ম্যানেজমেন্টকে। কেননা, পরিমাণে বেশি ক্রিকেটার ছেড়ে এই মুহূর্তে 64.3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছে শাহরুখ খানের দল। যা আসন্ন নিলামে বসতে যাওয়া অন্যান্য দলগুলির পুঁজির তুলনায় অনেক বেশি।