মাথার দাম ছিল ৫ লক্ষ করে! নিরাপত্তা রক্ষীর গুলিতে খতম ৩ কুখ্যাত মাওবাদী

Maoist Encounter

সৌভিক মুখার্জী, কলকাতা: মাওবাদী দমন অভিযানে ফের বিরাট সাফল্য (Maoist Encounter)। ছত্তিসগড়ের সুকমা জেলায় নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন কুখ্যাত মাওবাদী সদস্যের, যাদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। সূত্রের খবর, ওই তিনজনেরই মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে।

কীভাবে হল এই মাওবাদী দমন অভিযান?

সুকুমার পুলিশ সুপার কিরণ চহ্বানের বক্তব্য অনুযায়ী, তুমালপাড় গ্রামের কাছে জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়েছিল নিরাপত্তা রক্ষা বাহিনী। তারপরেই অভিযান চালানো হয়। সেখানে পুলিশ এবং নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যদের সাথে মাওবাদীদের গুলি বিনিময় শুরু হয়। গুলির লড়াইয়ে সেখান থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে রিপোর্ট মারফৎ খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই লড়াইয়ে মৃত্যু হয়েছে কোনটা এরিয়া কমিটির সদস্য মিলিশিয়া কমান্ডার মাড়ভি দেবার। এর পাশাপাশি কোনটা এরিয়া কমিটির পোডিয়াম গঙ্গি এবং কিস্তারাম এরিয়া কমিটির সদস্য সোড়ি গঙ্গি নামক দু’জন কুখ্যাত মাওবাদী মহিলার মৃত্যু হয়েছে। এমনকি ওই তিনজনের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে, যাদের আগে থেকেই খোঁজ চালাচ্ছিল নিরাপত্তা রক্ষীরা।

বলাবাহুল্য, দিনকয়েক আগেও বিরাট সাফল্য পেয়েছিল নিরাপত্তা রক্ষা বাহিনী। গত ১১ নভেম্বর ছত্তিসগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা রক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ৬ জন কুখ্যাত মাওবাদীর। তাদের প্রত্যেকের মাথার দাম ছিল ২৭ লক্ষ টাকা করে। এদিকে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই দেশকে মাওবাদী থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে লক্ষ্যমাত্রা নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সে কারণে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে অনেকটাই দৌরাত্ম্য কমেছে মাওবাদীদের। এমনকি তাদের অধিকাংশ আত্মসমর্পণ করছে।

আরও পড়ুনঃ SIR আতঙ্কে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা! মুর্শিদাবাদে মৃত্যু বেড়ে ৫

তবে আজকের এই ঘটনায় তল্লাশি চালিয়ে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড একটি রাইফেল, ব্যারেল গ্রেনেড লঞ্চার, কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে খবর। আর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হয়েছে।

Leave a Comment