বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার ছেড়ে দেওয়া ব্রহ্মাস্ত্রকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজে লাগাতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Andre Russell To CSK)! এমনটাই শোনা যাচ্ছে নানা মহলে। শনিবার, নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে বড় ঝটকা দিয়েছে KKR। দীর্ঘ 11 বছরে প্রথমবারের মতো ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে তারা। যদিও সাম্প্রতিক সময়ে কলকাতার জার্সি গায়ে তাঁর ফর্ম দেখে আগেই বোঝা গিয়েছিল এমন কিছু একটা হবে। তবে এবার শোনা যাচ্ছে, KKR এর ছেড়ে দেওয়া তারকা প্লেয়ারকে নিজেদের তুরুপের তাস বানাতে চাইছে CSK। সে ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, তাহলে কি রাসেলকে ছেড়ে ভুল করল কলকাতা?
CSK তে যাচ্ছেন আন্দ্রে রাসেল?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সফল দলগুলির নাম নিলে প্রথম সারিতেই আসে চেন্নাই সুপার কিংসের প্রসঙ্গ। 5 বারের চ্যাম্পিয়ন এই দলটি 10 বারের ফাইনালিস্টও বটে। কাজেই বিশ্বের সবচেয়ে ধোনি টি-টোয়েন্টি লিগে ধোনির দলে যেতে চান না এমন প্লেয়ার খুঁজে পাওয়া দুষ্কর। যদিও বিগত দুবছর নিজেদের চেনা ছন্দ হারিয়েছে চেন্নাই। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারে সহজ ম্যাচ গুলিতে হেরে পয়েন্ট তালিকায় সকলের পেছনে থেকে যাত্রা শেষ করেছিল CSK। তবে এবার তারা কামব্যাক করতে চায়। তাও আবার রাসেলকে নিয়েই!
বলাই বাহুল্য, ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজা, রচিন রবীন্দ্রর মতো বহু নামজাদা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে চেন্নাই। ফলে নতুন সিজনে একেবারে সর্বশক্তি দিয়ে নামতে এবার কলকাতার ছেড়ে দেওয়া অস্ত্রকেই কাজে লাগাতে চাইছে এই দক্ষিণী দল। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও বিবৃতি আসেনি চেন্নাইয়ের ম্যানেজমেন্টের তরফে। তবে সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, ফের উঠতে পারে রাসেল ঝড়। সেক্ষেত্রে এবার তার রঙটা হবে হলদে। শোনা যাচ্ছে, আন্দ্রেকে একজন ফিনিশারের ভূমিকায় দেখতে চাইছে CSK। সেক্ষেত্রে চেন্নাইতে ধোনির সাথে জুটি বাঁধতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: রাহানেতেই ভরসা নাকি নুতুন কোনও মুখ! IPL 2026 এ কে হবেন KKR-র অধিনায়ক?
রাসেলকে ছেড়ে দিয়ে ভুল করল KKR?
2014 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ক্যারিবিয়ান সুপারস্টার রাসেলকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই থেকে কলকাতার বহু যুদ্ধজয়ের সাক্ষী থেকেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য। দেখেছেন বহু ওঠাপড়া। কলকাতার জার্সি গায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 133 ম্যাচ খেলেছেন রাস। যেখানে তার রান রয়েছে 2,593। এছাড়াও নাইট শিবিরের হয়ে তুলেছেন শতাধিক উইকেট। এহেন একজন দানবীয় ক্রিকেটারকে ছেড়ে দিয়ে কি ভুল পদক্ষেপ নিল KKR? এমন প্রশ্ন উঠলেও সূত্র বলছে, রাসেলকে ছেড়ে দিয়ে কোনও রকম আফসোস নেই নাইট ম্যানেজমেন্টের। বরং তারা নাকি একজন দক্ষ এবং ফর্মে থাকা অলরাউন্ডারকে রাসেলের বিকল্প হিসেবে নিলাম থেকে কিনতে চলেছে। এও শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার স্টার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের দিকে নাকি নজর রয়েছে শাহরুখের দলের।