সৌভিক মুখার্জী, কলকাতা: এবার থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়িও চলতে পারবে রাস্তায়! নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এতদিন যাবৎ ১৫ বছর পার করলে কলকাতাতে আর কোনও বাণিজ্যিক গাড়ি চলাচল করতে দেওয়া হতো না। তবে এবার কিছু শর্ত মানলেই সেই পুরনো গাড়িগুলি চলতে পারবে শহর কলকাতায়। কিন্তু কী সেই শর্ত?
নির্দেশিকা হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছে, কোনও বাণিজ্যিক গাড়ি ১৫ বছর বা তার পুরনো হলেও তা রাস্তায় চলাচলের উপযোগী হতে পারে। তবে তা যাচাই করার জন্য দু’বার ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলেই মিলবে রাস্তায় নামার অনুমতি। এমনকি প্রতিবছর দু’বার করে পলিউশন পরীক্ষা করতে হবে। কারণ, বাস মালিকরা বরাবর জানিয়ে আসছিলেন যে, বাস যাচাইয়ের বিষয়টি বয়সের উপর না দেখে স্বাস্থ্য ও দূষণের মাত্রা দেখেই বিবেচনা করা হোক। এমনকি পরিবহন দপ্তরের তরফ থেকে আদালতে এ বিষয়ে আবেদন করা হয়। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট এই রায়ের পথে হাঁটে।
বলাবাহুল্য, কলকাতায় দূষণ নিয়ন্ত্রণ করতে বাণিজ্যিক গাড়িগুলি ১৫ বছর বয়স হলে তা বাতিল করার নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রীন ট্রাইবুনাল। এতেই বিপাকে পড়েছিল হাজার হাজার বাস ব্যবসায়ী। কারণ, সেক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাচ্ছিল না। যার ফলে রাস্তায় বাস দিনের পর দিন কমতে থাকে। তাই নিত্য যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই কলকাতা হাইকোর্টে এ বিষয়ে লিখিত আবেদন করা হয়। বাস মালিকদের সেই আবেদনের গুরুত্ব বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্ত নেয়। এমনকি রাজ্যও জানিয়েছে যে, ১৫ বছর হয়ে গেলেই বাসগুলিকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কোনওরকম যুক্তিসঙ্গত নয়। গাড়ির অবস্থা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে অনেকটাই দরপতন সোনা, রুপোর! দেখুন আজকের রেট
এ বিষয়ে সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক বলেছেন, গাড়ির আর কোনও বয়সসীমা থাকল না। দূষণ আর স্বাস্থ্যবিধি মেনে চললেই রাস্তায় পুরনো গাড়িও চলতে পারবে। এর পাশাপাশি মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেছেন, আমরা চেয়েছিলাম বয়সের বদলে বাসের স্বাস্থ্য পরীক্ষা করার। পরিবহন দপ্তর তাতে সায় দিয়েছে। আর আদালতের নির্দেশকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবার থেকে সাধারণ মানুষ এবং বাস মালিকদের আর বিপাকে পড়তে হবে না।