সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, শীত কমবে দক্ষিণবঙ্গে? আগামীকালের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে কমছে বাংলার তাপমাত্রা। দিনের দিকে হালকা গরম থাকলেও সকাল বা রাতের দিকে বেশ জাঁকিয়েই ঠান্ডা পড়ছে। আগামী দিনে এই পারদের ওঠানামা লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ রবিবার ছুটির দিনেও বেশ ভালো মতো শীত অনুভূত হচ্ছে। আলিপুর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। এরপর পারদ আরও বাড়বে বলে জানিয়েছে আইএমডি (Weather Tomorrow)।

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, রবিবার থেকে বুধবার সকালের দিকে কয়েকটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এক বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রাজ্যের সব জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে খবর।

তাপমাত্রা বাড়লেও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ এলাকায় দাপট থাকবে কুয়াশার। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরেই রবিবার থেকে পরিবর্তন হতে পারে বাতাসের গতিপথ। এদিকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব।

আগামীকালের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় ঠান্ডার দাপট থাকবে। তবে মাঝে মধ্যে গরমও অনুভূতি হতে পারে। উত্তরবঙ্গের কথা বললে, আপাতত আগামীকাল সোমবার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি নীচে নামতে পারে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। ঠান্ডা থাকবে দার্জিলিং এবং কালিম্পঙ জেলায়।

অবশ্যই পড়ুন: রাসেলকে তুরুপের তাস বানাতে চায় ধোনির CSK! ছেড়ে ভুল করল KKR?

সাগরে ফের নিম্নচাপ!

এদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বেশ কিছু জায়গায় এই শীতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে IMD। জানা গিয়েছে, শ্রীলঙ্কার উপকূলরেখার কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আগামী দুই দিনের মধ্যে তামিলনাড়ুতে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুসারে , বেশ কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাত এবং মাঝেমধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে যে ১৬ এবং ১৭ নভেম্বর তামিলনাড়ুর বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই উন্নয়নশীল ব্যবস্থার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে।

Leave a Comment