সহেলি মিত্র, কলকাতা: রাজা রামমোহন রায় (Raja Ram Mohan Roy) নাকি ব্রিটিশদের এজেন্ট ছিলেন! এমনই বেফাঁস মন্তব্য করে সকলকে চমকে দিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিং পারমার। বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান মঞ্চে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বলেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে পণ্ডিত রাজা রামমোহন রায়কে ব্রিটিশ শাসকদের ‘দালাল’ হিসেবে বর্ণনা করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। তাঁর দাবি, ইংরেজি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে ব্রিটিশ সরকারকে সাহায্যে করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন রামমোহন রায়। এহেন দাবি পেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন ইন্দর সিং পারমার।
রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বললেন মন্ত্রী!
“বাংলা এবং আশেপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে এই জেলার মানুষের বিশ্বাস পরিবর্তনের জন্য একটি দুষ্টচক্র চলছিল এবং ব্রিটিশরা বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়া সমাজ সংস্কারক হিসেবে গড়ে তুলেছিল। রাজা রামমোহন রায় ছিলেন তাদের মধ্যে একজন যারা ব্রিটিশ এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছিলেন”, অনুষ্ঠান মঞ্চ থেকে এমনটাই বলেছেন মধ্যপ্রদেশের মন্ত্রিসভার অন্যতম এই সদস্য।
মন্ত্রীর দাবি, ইংরেজি শিক্ষার মাধ্যম রামমোহন যেমন মানুষের বিশ্বাসের পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, তেমনই মানুষের ধর্মের পরিবর্তন করার চেষ্টাও করেছিলেন, যা আদপে ব্রিটিশ সরকারকে সাহায্যে করার জন্য। “আর যদি কেউ তাদের ধর্মান্তরের চক্র বন্ধ করার সাহস করে থাকে, তাহলে তিনি হলেন বিরসা মুন্ডা। তিনি আদিবাসী সম্প্রদায়কে বাঁচিয়েছিলেন”, বলেছেন মন্ত্রী।
দেশজুড়ে শোরগোল
রাজা রামমোহন রায়, শুধুমাত্র বাংলা নয়, সমগ্র ভারতের কাছে তিনি এক মনীষী, একজন সমাজ সংস্কারক। তাঁর কীর্তির কথা বহু আলোচিত, রয়েছে বহু বইপত্র, লিখিত নথি। মন্ত্রী হঠাৎ কেন এ ধরণের মন্তব্য করলেন সে বিষয়ে উঠছে প্রশ্ন।
আধুনিক ভারতীয় নবজাগরণের জনক হিসেবে পরিচিত রাজা রামমোহন রায়। তিনি সতীদাহ প্রথা বিলোপ এবং বিধবা বিবাহে জোর দেওয়ার মতো নারী অধিকার প্রচারে ও রক্ষার্থে সর্বজনবিদিত এক মনীষী। তিনি ১৮২৮ সালে ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন, যা পরবর্তীতে ব্রাহ্ম সমাজে পরিণত হয়।