সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে ধামাকাদার কোনও ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, জনপ্রিয় G-সিরিজের প্রথম এন্ট্রি-লেভেল স্মার্টফোন Moto G05 ফোনটি পাওয়া যাবে মাত্র 6999 টাকায়। কিন্তু দাম কম হলেও ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা সবদিক থেকেই চমক দিচ্ছে এই স্মার্টফোনটি। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
দাম কত এই মডেলের?
জানা যাচ্ছে, ভারতের বাজারে এই ফোনটি মাত্র 6999 টাকায় বিকোচ্ছে। বর্তমানে 4GB RAM + 64GB স্টোরেজের ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট, Motorola.in বা অ্যামাজনের অফিসিয়াল স্টোরগুলি থেকেই এই ফোন কিনতে পারবেন। বলাবাহুল্য, ফোনটি Forest Green এবং Plum Red রংয়ের বিকল্পে বাজারে মিলছে। আর স্টাইলিশ ডিজাইন এবং ফিচার নজর কাড়ছে সকলের।
কী কী ফিচার রয়েছে এই ফোনে?
এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির বিরাট বড় ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz পর্যন্ত। এদিকে এতে রয়েছে 1000-nits পিক ব্রাইটনেস এবং Gorilla Glass 3 সুরক্ষা। পাশাপাশি Water Touch টেকনোলজি রয়েছে। অর্থাৎ ভেজা হাতেও স্কিন ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে সাউন্ডের জন্য দেওয়া রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট এবং Hi-Res Audio, 7x Bass Boost। ফলত, মিউজিক, ভিডিও বা গেম যেকোনও ক্ষেত্রেই সেরা অভিজ্ঞতা দেবে। আর ফোনটি Android 15 সফটওয়্যারের ওপরেই চলছে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকবে 50MP Quad Pixel ক্যামেরা। আর সামনের দিকে সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ শীতের হাওয়া লাগতেই মুরগির ডিমের দাম ছুঁল পিস প্রতি ৮ টাকা! আরও বাড়বে রেট?
পারফরম্যান্সে চমক
জানা যাচ্ছে, Moto G05 ফোনটিতে একটি MediaTek Helio G81 Extreme প্রসেসর দেওয়া হবে। আর ফোনটি সর্বোচ্চ 4GB RAM এবং 64GB স্টোরেজের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সাথে রয়েছে Triple SIM স্লট। এছাড়া ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে পাওয়া যাবে 5200mAh এর একটি বিরাট বড় ব্যাটারি, যার সঙ্গে 18W ফার্স্ট চার্জিং থাকবে। অর্থাৎ, একবার চার্জ দিলেই দু’দিন পর্যন্ত চালানো যাবে। আর এত কম দামে এত কিছু ফিচার সচরাচর দেখা যায় না। তাই যদি বাজেটের মধ্যে কোনও ফোন কিনতে চান, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।