শীতে ব্রেক? সাগরে ফুঁসছে নিম্নচাপ অঞ্চল! বাড়বে দক্ষিণবঙ্গের পারদ, আজকের আবহাওয়া

weather today winter

সহেলি মিত্র, কলকাতা: শীতে যেন হঠাৎ করে ব্রেক লাগল। আচমকা বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে গেল বাংলার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে নভেম্বর মাস পড়তে না পড়তেই রেকর্ড হারে তাপমাত্রা পতন হয়েছিল বাংলায়। বেশিরভাগ মানুষ ভেবেই নিয়েছিলেন তাহলে কি সময়ের আগেই বাংলায় ঠান্ডা ঢুকে গেল? সে গুড়ে বালি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী এক সপ্তাহে ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণের সব জেলাতেই। যদিও পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না অর্থাৎ সেখানে হাড় কাঁপানো ঠান্ডা বিরাজ করবে। শুষ্ক থাকবে আবহাওয়া, সেই সঙ্গে কিছু জেলায় আকাশ মেঘলাও থাকবে। তাহলে কি আজ সোমবার অর্থাৎ সপ্তাহে প্রথম দিনই কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি শীত বাড়বে?

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। শ্রীলঙ্কা উপকূলের কাছে তা রয়েছে। ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাব কি বাংলায় পড়বে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ সোমবার মোটের ওপর আবহাওয়া ঠান্ডা থাকবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, বাঁকুড়া জেলায়। উল্লেখিত জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, এদিন স্বাভাবিকের তুলনায় কম পারদ থাকবে দার্জিলিং, কালিম্পঙ জেলায়। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঠান্ডা বিরাজ করবে।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, উত্তরবঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গজুড়ে সর্বনিম্ন  তাপমাত্রা অনেকটাই কম থাকবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলার পারদও কম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেমন ১ ডিগ্রি বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রিতে থাকবে।

Leave a Comment