সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হল EWS। কারণ, এই সার্টিফিকেটের (EWS Certificate) আওতায় সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাওয়া যায়। তবে ২০২৩ সাল থেকেই এই সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যদি আপনিও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করেন, তাহলে খুব সহজেই এই সার্টিফিকেট পেতে পারেন। তবে কীভাবে আবেদন করবেন জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
EWS সার্টিফিকেট পেতে গেলে কী যোগ্যতা লাগে?
প্রথমে জেনে রাখা ভাল, এই EWS সংরক্ষণ ও সুবিধার আওতায় আসতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—
- আবেদনকারীকে অবশ্যই সাধারণ বা জেনারেল ক্যাটাগরির আওতায় হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ন্যূনতম ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- পরিবারের মালিকানাধীন কৃষি জমির পরিমাণ ৫ একরের বেশি হওয়া চলবে না।
- পৌরসভা এলাকায় থাকলে ১০০ বর্গগজ কিংবা তার বেশি আয়তনের কোনও প্লট থাকা চলবে না।
- পৌরসভার বাইরে থাকলে ২০০ বর্গগজ বা তার বেশি আয়তনের কোনও আবাসিক প্লট থাকা চলবে না।
- ১০০০ বর্গফুট বা তার বেশি আয়তনের কোনও আবাসিক ফ্ল্যাট বা বাড়ি থাকলেও চলবে না।
কীভাবে আবেদন করবেন অনলাইনে?
EWS সার্টিফিকেট পাওয়ার জন্য এখন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এর জন্য আপনাকে শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল পোর্টালে (https://castcertificatewb.gov.in/) যেতে হবে।
- এরপর হোমপেজে থাকা “Apply for EWS” অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
- এরপর আবেদনপত্র পূরণ করার জন্য আপনি স্টেট না সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেট চান সেটাকে নির্বাচন করতে হবে।
- তারপর আপনাকে জেলা, মহকুমা, ব্লক, পৌরসভা ইত্যাদি নির্বাচন করতে হবে।
- এরপর আবেদনকারীর নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, বৈধ ভোটার আইডি কার্ড, আধার কার্ড ইত্যাদি তথ্য দিতে হবে।
- এরপর ঠিকানার তথ্য আপলোড করতে হবে।
- এরপর জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বাচন করতে হবে। তবে এরপর আপনার এলাকার দু’জন দায়িত্বশীল ব্যক্তির নাম এবং ঠিকানা উল্লেখ করতে হবে।
- এরপর আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।
- এরপর আপনার এবং আপনার বাবা-মায়ের বিভিন্ন উৎস থেকে আয়ের সঠিক তথ্য দিতে হবে।পাশাপাশি পরিবারের মালিকাদির কিছু জমি বা ফ্ল্যাটের বিবরণ দিতে হবে
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর সঠিকভাবে তথ্য পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এগুলো প্রিন্ট করে রেখে দিতে হবে।
- তারপর তার জেরক্স কপি আপনার ব্লক অফিস বা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫০,০০০! স্টিল অথরিটিতে বহু শূন্যপদে নিয়োগ
কী কী ডকুমেন্ট দরকার হবে?
EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে যে ডকুমেন্টগুলো চাওয়া হয় সেগুলি হল—
- আবেদনকারীর আধার কার্ড কিংবা রেশন কার্ড,
- আবেদনকারীর বাবা-মায়ের ভোটার আইডি কার্ড ও প্যান কার্ড,
- জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
- ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে প্রাপ্ত কোনও ইনকাম সার্টিফিকেট,
- পঞ্চায়েত প্রধান কিংবা চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র,
- সেলফ ডিক্লারেশন ফর্ম,
- জমির পর্চা কিংবা দলিল (যদি থেকে থাকে)।