SSC নিয়োগ দুর্নীতিতে এবার বড় পদক্ষেপ নিল CBI, কপাল খুলতে পারে যোগ্য প্রার্থীদের !

Published on:

cbi-ssc-scam

SSC নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! নির্বাচনের মুখেই বড় পদক্ষেপ CBI এর! গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হয়েছে। মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। যার জেরে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে পড়েছে। আর সেই বিরোধে খানিক রাজনৈতিক রং ও লেগে গিয়েছে। তবে এসবের মাঝেই বড় পদক্ষেপ নিল CBI।

হকের চাকরি ফিরে পেতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সদ্যই চাকরিহারারা। তাঁদের দাবি যোগ্যদেরও কেন বাতিল করা হল? এবার সেই প্রশ্নের উত্তরে তদন্তে নেমেছে CBI। বাতিল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।

WhatsApp Community Join Now

CBI এর নয়া পদক্ষেপ

প্রাথমিকভাবে জানা গিয়েছে ৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে CBI। স্কুল শিক্ষা দফতরকে এই মর্মে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যেখানে বলা হয়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা হাতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। খুব দ্রুত অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবেন তাঁরা।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে চাকরিহারারা !

তার আগেই গতকাল অর্থাৎ বুধবার হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে SSC। তাদের দাবি পুরো প্যানেল বাতিল করলে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হবে। যা, রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে। সেই কারণে হাইকোর্টের এই রায়কে কোনওভাবেই মেনে নিতে পারছে না স্কুল সার্ভিস কমিশন।

অন্যদিকে, ডিআইরা ইতিমধ্যে রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি ফর্ম পাঠিয়েছে। যেখানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কোন স্কুলে কতজন চাকরি হারাচ্ছেন, কোন কোন বিষয়ের শিক্ষকরা সেই তালিকায় রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন